মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

আরও ১১ দেশে চালু চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ

আপডেট : ২৫ মে ২০২৩, ১৭:১৪

শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে চালু করা হয় চ্যাটজিপিটির অ্যাপ। ছবি: ফাইল ছবি আইফোনে সহজেই এআইভিত্তিক চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ব্যবহারের সুযোগ নিয়ে এসেছে এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। মূলত অ্যাপলের অ্যাপ স্টোরে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ আনা হয়। অ্যাপটির মাধ্যমে চ্যাটজিপিটির ওয়েবের সব সুবিধা পাওয়া যাবে। শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে চালু হলেও নতুন আরও ১১টি দেশে চালু হয়েছে অ্যাপটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন ১১টি দেশ হলো- আলবেনিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, জ্যামাইকা, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য।

চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড বা ব্যবহার করতে কোনো অর্থ প্রদান করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ ব্যবহার করতে চাইলে প্রতি মাসে খরচ করতে হবে ২০ ডলার। এ ক্ষেত্রে অ্যাপটিতে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।

ওপেনএআই জানিয়েছে, আপাতত শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইফোন ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও পাওয়া যাবে অ্যাপটি ব্যবহারের সুযোগ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও শিগগিরই চ্যাটজিপিটির অ্যাপ আনার কথা জানিয়েছে ওপেনএআই।

এদিকে, প্রতিদ্বন্দ্বীদের আরও পেছনে ফেলতে চ্যাটজিপিটিতে ইন্টারনেটের সুবিধা নিয়ে এসেছে ওপেনএআই। ফলে চ্যাটজিপিটিতে এখন থেকে হালনাগাদ তথ্যসহ বিভিন্ন বিষয়ের ওপর উত্তর দিতে পারছে।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ মে টুইটারে এক পোস্টে ওপেনএআই ঘোষণা দেয়, ‘আমরা আগামী সপ্তাহে চ্যাটজিপিটির সমস্ত ‘প্লাস’ সাবস্ক্রাইবারদের জন্য ওয়েব ব্রাউজিং ও প্লাগিনের সুবিধা চালু করছি।’

আগে, চ্যাটজিপিটি শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল। ফলে চ্যাটবটটি নতুন তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারত না। তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্য প্রদান করবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    এআই দিয়ে বিজ্ঞাপন বানাবে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা  

    সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে ১৪ লাখ পোস্ট মুছেছে চীন

    হোয়াটসঅ্যাপের ভিডিও কলে চালু হচ্ছে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা

    টুইটারে ভিডিওর ‘ভিউ কাউন্ট’ সুবিধা বন্ধ হচ্ছে

    চ্যাটজিপিটি দিয়ে বানানো ভুলেভরা নথি আদালতে জমা, শাস্তির মুখে আইনজীবী      

    মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেল মাস্কের ‘নিউরালিংক’

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’