বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আপডেট : ২৫ মে ২০২৩, ১৫:৫৯

প্রতীকী ছবি বগুড়ার শেরপুরে মারিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের নামাজামুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে নিহতের স্বামীর দাবি, মারিয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন। 

নিহত ওই গৃহবধূ স্বামীর নাম মো. কাওসার। পেশায় তিনি একজন কৃষক। 

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, নিহতের স্বামী পুলিশকে বলেন, তাঁর স্ত্রী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। বুধবার বিকেলে তিনি স্থানীয় বাজারে যান। পরে বিকেল পৌনে ৫টায় বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পারেন তাঁর স্ত্রী শোয়ারঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য লাশটি বৃহস্পতিবার বিকেলে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

নিহত মারিয়া বেগমের মা আঞ্জুয়ারা বেগম বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে কাওসারের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। আমাদের বাড়ির পাশেই মেয়ের শ্বশুরবাড়ি। বিয়ের পর অন্তত দুই বছর ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। তার চিকিৎসাও চলছিল।’

উপজেলার কুসুম্বি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, ‘মারিয়ার মৃত্যুর বিষয়টি জেনেছি। বিয়ের পর থেকে ওই নারীর সঙ্গে স্বামীর পরিবারের কোনো মনোমালিন্যের ঘটনা শুনিনি।’ 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির

    শিবপুরে গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

    চট্টগ্রামে দিনমজুরকে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

    দলে বিশ্বাসঘাতকদের জায়গা হবে না: আজমত উল্লা

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির