সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জবি নীলদলের মানববন্ধন

আপডেট : ২৪ মে ২০২৩, ২১:০৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নীলদলের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা  রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রীকে কবরস্থ করার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল (একাংশ)। আজ বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

মানববন্ধনে নীলদলের সভাপতি অধ্যাপক ড. নুরে আলম আব্দুল্লাহ বলেন, বিএনপির সন্ত্রাসী কার্যকলাপের অংশ হিসেবে তাঁদের নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। ১৫ ও ২১ আগস্টের সাম্প্রদায়িক শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী গোষ্ঠী আবারও সক্রিয় হয়েছে। এরা দেশ ও জাতির শত্রু, এদের কঠোর হস্তে দমন করে দেশকে আগাছা মুক্ত করতে হবে। 

পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা বলেন, ‘তারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চায় না, মূলত বাংলাদেশের মানুষের স্বপ্নকে হত্যা করতে চায়। আমরা এটি বাস্তবায়িত হতে দেব না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। তাঁরা বাংলাদেশকে আবারও পাকিস্তানি ধ্যানধারণার রাষ্ট্র বানাতে চায়। তাই তাঁদের এ চেষ্টাকে প্রতিহত করতে হবে।

প্রসঙ্গত, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার শুনানি ১৩ জুলাই

    তারেক-জোবাইদার মামলা: সাক্ষ্য দিলেন তিন ব্যাংক কর্মকর্তা

    মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে রড পড়ে পথশিশু নিহত

    তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

    শিক্ষা জাতীয়করণসহ ১২ দফা দাবি শিক্ষকদের

    শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

    সকালে নৌকা, মধ্যরাতে লাঙ্গলের প্রার্থী মেয়র আরিফের বাসায়

    গোয়াফেস্টে ৫ পুরস্কার জিতেছে মাইন্ডশেয়ার বাংলাদেশ 

    ইয়াবার মামলা দিয়ে হয়রানি: এএসআই মাহবুবসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১২ জুন

    সূর্যের ১০ হাজার গুণ বড় নক্ষত্রের ‘ফসিল’ আবিষ্কার   

    সড়ক দুর্ঘটনায় আহত তেলুগু অভিনেতা সর্বানন্দ

    এরদোয়ানের জয়ে বিভক্ত তুরস্ক