বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

সাংবাদিক নিষিদ্ধ করল চলচ্চিত্র পরিচালক সমিতি

আপডেট : ২৪ মে ২০২৩, ২০:৫৬

বিএফডিসির ভেতরে পরিচালক সমিতির অফিস। ছবি: সংগৃহীত কার্যালয়ের সম্মুখে সমিতির সভাপতি কাজী হায়াৎ স্বাক্ষরিত নোটিশ টাঙিয়ে সাংবাদিক নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। দেশের সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের এমন কার্যক্রমে। সম্প্রতি গণমাধ্যমকর্মী আহমেদ তেপান্তর পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনের সঙ্গে বচসায় লিপ্ত হন। এরই জের ধরে শাহীন সুমন সংগঠনের মাধ্যমে তেপান্তরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেন।

পরিচালক সমিতির নোটিশে বলা হয়েছে, ‘১৩ মে সমিতির মহাসচিবের সঙ্গে অসদাচরণ ও মোবাইলে হুমকিমূলক কথা বলা এবং নিজের ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সাংগঠনিক ও সামাজিকভাবে তাঁকে (শাহীন সুমন) হেয়প্রতিপন্ন করার কারণে ১৬ মে সংগঠনের কার্যকরী সদস্যদের বৈঠকে তেপান্তরকে সমিতি কর্তৃক বয়কট ও সংগঠনের ত্রিসীমানার মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’

ঘটনা সম্পর্কে আহমেদ তেপান্তর বলেন, ‘কয়েক দিন আগে রাতে আমি রাস্তায় পরিচালক রাজু চৌধুরীকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। যেহেতু শাহীন সুমন ভাইয়ের সঙ্গে আমার ক্যাজুয়াল সম্পর্ক, তাই তাঁকে ফোন করে বলি। এ সময় সুমন ভাই ফোন ধরেন না। পরের দিন বিষয়টি নিয়ে কথা বলতেই তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়।’

পরিচালক সমিতির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) তীব্র নিন্দা জানিয়েছে। বিনোদন সাংবাদিক আহমেদ তেপান্তরের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি কাজী হায়াৎ-শাহীন সুমনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিনোদন সাংবাদিকেরা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন।

পাশাপাশি, পরিচালক সমিতিসহ সংগঠনগুলোর কার্যালয় কীভাবে বিএফডিসির মতো কেপিআইভুক্ত এলাকায় বহাল আছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকদের একাংশ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    সহশিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করলেন রাজ

    মানসিক প্রস্তুতি নিয়েই সিনেমায় ফিরতে চান আমির

    প্রথম মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেল কেকের গাওয়া শেষ মারাঠি গান 

    ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন আল পাচিনো

    ধূসর শাড়িতে সাদা গোলাপ হাতে কার অপেক্ষায় মিম

    নাট্যকার ও নির্মাতা মোহন খানের মৃত্যু

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির