মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

অসুখ উপেক্ষা করে পরীক্ষা দিলেও লিভারের রোগ কেড়ে নিল আরাফাতের জীবন

আপডেট : ২৪ মে ২০২৩, ১৮:৩৬

আরাফাতের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছবি: আজকের পত্রিকা গত দুই মাস আগে লিভারে সমস্যা ধরা পড়ে কুড়িগ্রামের উলিপুরের দাখিল শিক্ষার্থী আরাফাতের (১৭)। আজ বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে হাসপাতাল থেকে অসুস্থতা নিয়েই সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে যায়। পরীক্ষা শেষে অসুস্থ হয়ে পড়ায় ফের হাসপাতালে আনা হয়। সেখানে তার মৃত্যু হয়।

উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকার আনিছুর রহমানের ছেলে আরাফাত হোসেন। চলতি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সে। আরাফাত যাদুপোদ্দার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরাফাতের নানা আরমান মিয়া বলেন, ‘আরাফাতের দুই মাস আগে লিভারে সমস্যা ধরা পড়ে। তার চিকিৎসা চলছিল। তবে সে সুস্থই ছিল। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে কুড়িগ্রামে রেফার্ড করেন। এ সময় আরাফাত কিছুটা সুস্থবোধ করলে পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। আমরা তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাই। পরীক্ষা শেষে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পুনরায় তাকে হাসপাতালে নিয়ে এলে প্রচণ্ড বমি শুরু হয় এবং একপর্যায়ে তার মৃত্যু হয়।’

আরাফাতকে শেষবারের মতো দেখতে ছুটে আসে এলাকার মানুষ। ছবি: আজকের পত্রিকা আরাফাতের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। আরাফাতের মা আঞ্জুআরা বেগম ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন। ছেলেকে ফিরে পাওয়ার আকুতি ছিল তার। এ সময় শত শত গ্রামবাসী আরাফাতকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন। 

উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মাও. শফিকুর রহমান বলেন, ‘আরাফাত অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে স্বজনদের সহযোগিতায় ফিরে যায়। তার মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। স্থগিত হওয়া আর একটি মাত্র পরীক্ষা বাকি ছিল আরাফাতের। তা আর দেওয়া হলো না।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেরুল ইসলাম বলেন, ‘আরাফাতের স্বজনরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করি। কিন্তু তার স্বজনরা দাখিল পরীক্ষা দিতে নিয়ে যায়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে হাসপাতালে আনা হয়। এ সময় তার প্রচণ্ড বমি শুরু হয়। জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’

    রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের থেকে তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ 

    মালবাহী ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত

    পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

    নিরাপদ খাবারসহ ৩টি দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিল ইবি শিক্ষার্থীরা

    মৎস্য বিভাগের অভিযানের খবরে বাজার থেকে উধাও ৫০ কেজির বাঘাইড় 

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’