সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রমোশন অ্যান্ড বিটুবি এক্সচেঞ্জ শুরু হচ্ছে ২৬ মে

আপডেট : ২৪ মে ২০২৩, ১৮:৩৭

মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রমোশন অ্যান্ড বিটুবি এক্সচেঞ্জ শুরু হচ্ছে ২৬ মে আগামী ২৬ মে থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রমোশন অ্যান্ড বিটুবি এক্সচেঞ্জ অনুষ্ঠান। ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের ভ্রমণকারীদের কাছে বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলো তুলে ধরতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)।  

বিটিবি সূত্রে জানা গেছে, এবারের আয়োজনের মূল উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশগুলো থেকে পর্যটক নিয়ে আসা। আগামী ২৬ থেকে ২৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রমোশনে ভারতের ৪৫ জন, নেপালের ১২ জন, ভুটানের ১২ জন ও শ্রীলঙ্কার ২০ জন ট্যুর অপারেটর ও পর্যটন সংশ্লিষ্টরা অংশ নেবেন। তারা ২৬ মে ঢাকায় পৌঁছাবেন। ২৬ মে তাদের ঢাকা শহরের ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখানো হবে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন শপিং মল, হোটেল পরিদর্শন করবেন তারা। 

২৭ মে দিনব্যাপী রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের পর্যটনকে তাদের সামনে উপস্থাপন করা হবে। ট্যুরিজম বোর্ড জানিয়েছে, দেশের ১২০টি হোটেল, এয়ারলাইনস, ট্যুর অপারেটরদের বিভিন্ন প্যাকেজ, অফার চার দেশের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবেন। এ ছাড়া কুয়াকাটা, কক্সবাজার, সিলেট, পার্বত্য চট্টগ্রামেরও আলাদা প্যাভিলিয়ন থাকবে। দেশের পর্যটন ব্যবসায়ীরা চার দেশের অংশগ্রহণকারীদের পর্যটন বিকাশে তথ্য উপাত্ত তুলে ধরবেন। 

২৮ মে চার দেশের প্রতিনিধির কক্সবাজারের সমুদ্র সৈকত, হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও খাবার উপভোগ করার আয়োজন রাখা হয়েছে। 

এ প্রসঙ্গে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের জানান, বাংলাদেশে বিদেশি পর্যটক বাড়াতে এই মুহূর্তে প্রতিবেশী দেশগুলোতে জোড় দেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে দেশের পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ভারতের পর্যটন ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপন করতে এবারের আয়োজন। ৩ দিনের এক্সপোতে চার দেশ থেকে প্রতিনিধিরা আসবেন; যারা বাংলাদেশের হোটেল, এয়ারলাইনস, ট্যুর অপারেটরদের সঙ্গে বিজনেস মিটিং করবেন। যা ভবিষ্যতে ওই দেশগুলো থেকে পর্যটক নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীনা উদ্যোগে সরকারের সাড়া 

    কোনো ‘দলের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়’, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

    জীবন উৎসর্গকারী ৫ বাংলাদেশি শান্তিরক্ষীকে সম্মাননা দিল জাতিসংঘ

    সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীলতা বাড়াতে এআইবিডির সমঝোতা স্বাক্ষর 

    কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

    আল-কায়েদা সন্দেহে গুজরাটে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

    তারেক-জোবায়দার মামলা: সাক্ষ্য দিলেন তিন ব্যাংক কর্মকর্তা

    মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে রড পড়ে পথশিশু নিহত

    তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

    লোকসানের শঙ্কায় মেহেরপুরের আমচাষিরা, সরকারিভাবে রপ্তানির দাবি

    বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাফজয়ী ছোটন

    লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা: ৮ জনের ফাঁসির রায়