মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

বোপারার ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারেই তিন শর বেশি রান

আপডেট : ২৪ মে ২০২৩, ১৮:৩৮

রবি বোপারার ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৩২৪ রান করল সাসেক্স। ছবি: সংগৃহীত গতকাল সাসেক্স সেকেন্ড ইলেভেন-মিডলএসেক্স সেকেন্ড ইলেভেন ম্যাচটা টি-টোয়েন্টি ছিল ঠিকই। তবে সাসেক্সের ব্যাটিং তো টি-টোয়েন্টিকেও ছাড়িয়ে গেছে। রবি বোপারার ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে তিন শর ওপর রান তুলল সাসেক্স।

গতকাল লন্ডনের রিচমন্ড ক্রিকেট ক্লাবে মুখোমুখি হয় সাসেক্স-মিডলএসেক্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাসেক্স অধিনায়ক বোপারা। ৪৯ বলে ১৪ চার ও ১২ ছক্কায় ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইংলিশ এই ব্যাটার। ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ৩২৪ রান করে সাসেক্স। ৩২৪-এর মধ্যে ২৪৮ রানই এসেছে বাউন্ডারি থেকে। ২৯ চার ও ২২ ছক্কা মেরেছেন সাসেক্সের ব্যাটাররা।

৩২৫ রান করতে নেমে মিডলএসেক্সের জয় তো দূরে থাক, সাসেক্সের অর্ধেক রানও করতে পারেনি তারা। ১৫ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় মিডলএসেক্স। সর্বোচ্চ ৩৭ রান করেছেন ওপেনার স্যাম রবসন। ১৯ সাসেক্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বোপারা। ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’-সাসেক্সের ১৯৪ রানের জয়ে এই প্রবাদেরই যেন সার্থকতা প্রমাণ করলেন তিনি।

সাসেক্স সেকেন্ড ইলেভেন ৩২৪ করেও রেকর্ডের পাতায় নাম লেখাতে পারছে না। কেননা, এটা স্বীকৃত টি-টোয়েন্টি নয়। স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড যৌথভাবে আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্রের। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ৩ উইকেটে করেছিল ২৭৮ রান। একই বছর তুরস্কের বিপক্ষে ৪ উইকেটে ২৭৮ রান করেছিল চেক প্রজাতন্ত্র।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    বাংলাদেশে আসা নিয়ে মার্তিনেজ বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি’

    পচেত্তিনোর কাঁধে চেলসির দায়িত্ব 

    ম্যারাডোনা নেই মেসি এসেছে, মেয়েদের অবসর নিয়ে সালাউদ্দিন

    এসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

    আর্জেন্টাইন কিংবদন্তির মূর্তি দেখে হাসছেন সমর্থকেরা

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’