কুমিল্লার চান্দিনায় ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে মো. রিফাত হোসাইন (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের বুড়িমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত বুড়িমুড়া গ্রামের মো. আবদুর রাজ্জাক মাস্টারের ছোট ছেলে এবং নবাবপুর আন্তর্জাতিক তাহফিজুল কুরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
নিহতের চাচা মো. ফারুক জানান, গতকাল সোমবার মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে রিফাত। আজ মঙ্গলবার কয়েকজন মিলে বাড়ির পাশে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে। পরে তাকে নবাবপুর টাওয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে নিহতের বাড়িতে গিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা ওই পরিবারকে প্রদান করা হয়েছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে