মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

চাচাতো ভাবিকে মারধরের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

আপডেট : ২৩ মে ২০২৩, ২২:১৯

প্রতীকী ছবি চাচাতো ভাবিকে মারধরের অভিযোগ উঠেছে সেলিম বাহাদুর নামে ভোলায় কর্মরত পুলিশের এক সদস্যের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে বরগুনার আমতলী উপজেলার পশ্চিম নাচনাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

জানা গেছে, উপজেলার পশ্চিম নাচনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ হোসেন প্যাদার সঙ্গে দেলোয়ার প্যাদার জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে আজ সকালে আলতাফের ছেলে পুলিশ সদস্য সেলিম বাহাদুরের সঙ্গে তাঁর চাচাতো ভাবি ও দেলোয়ারের পুত্রবধূ হালিমা বেগমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে সেলিম ও তাঁর পরিবারের লোকজন হালিমাকে বেধড়ক মারধর করেন। 

মারধরে হালিমা মাথায় ও হাতে জখম হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক ফারাহ বিনতে ফারুকী তাঁকে চিকিৎসা দিয়েছেন বলে জানা গেছে। 

রিনাসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘পুলিশ সদস্য সেলিম বাহাদুর তাঁর চাচাতো ভাবি হালিমা বেগমকে বেধড়ক মারধর করেছেন।’ 

হালিমা বেগম বলেন, ‘আমার শ্বশুর দেলোয়ারের সঙ্গে আলতাফ প্যাদার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে আমাকে আলতাফের ছেলে সেলিম মারধর করেছেন। সেলিম প্রভাব খাঁটিয়ে আমার বিরুদ্ধে পাঁচটি মিথ্যা মামলা করেছেন। বিনা গ্রেপ্তারি পরোয়ানায় আমাকে আমতলী থানার পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছি। আমি এই ঘটনার বিচার চাই।’ 

মারধরের বিষয়টি অস্বীকার করেছেন পুলিশ সদস্য সেলিম বাহাদুর। তিনি বলেন, ‘আমার স্ত্রীকে হালিমা ও তাঁর লোকজন মারধর করেছেন। আমিতো বর্তমানে অন ডিউটিতে ভোলায় আছি। আমি মারধর করব কীভাবে?’ 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফারাহ বিনতে ফারুকী বলেন, ‘আহত নারীর যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’

    রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের থেকে তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ 

    মালবাহী ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত

    পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

    নিরাপদ খাবারসহ ৩টি দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিল ইবি শিক্ষার্থীরা

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’