বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

পদযাত্রার পেছনের অংশ থেকে পুলিশের ওপর হামলা: ডিসি রমনা

আপডেট : ২৩ মে ২০২৩, ১৮:৩০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন। ছবি: আজকের পত্রিকা  ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে পদযাত্রা শান্তিপূর্ণ হলেও শেষ পর্যায়ে এসে পেছনে থাকা নেতা-কর্মীরা দায়িত্বরত পুলিশের ওপর হামলা করেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন। 

আশরাফ হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে বিএনপির পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচি ছিল। বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পথযাত্রাটি সিটি কলেজ পর্যন্ত আসার কথা ছিল। খুব শান্তিপূর্ণভাবে তারা শুরু করেছিল। কয়েক হাজার লোক ছিলেন পদযাত্রায়। সামনের সারিতে যেসব নেতা-কর্মী ছিলেন তাঁরা খুব ভালো আচরণ করেছেন। এ পর্যন্ত (সায়েন্সল্যাব) এসে তাঁদের যা করার কথা ছিল তা-ই করেছেন। সব সিনিয়র লিডার চলে যান। পদযাত্রা শেষের সারি থেকে কিছু ছেলে পুলিশের ওপর চড়াও হয়। তাঁরা ইট-পাটকেল ছোড়ে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে লাঠিপেটা করে। এরই মধ্যে তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। 

আশরাফ হোসেন আরও বলেন, ‘এই সংঘর্ষে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তাঁরা না করলেও পারতেন। এখন আমরা আইনগত ব্যবস্থা নেব।’ 

পুলিশ কত রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা এখন বলা যাচ্ছে না। এই ধরনের পরিস্থিতি কন্ট্রোলে আমাদের সিআরপিসি নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করেছি, যাতে জানমালের ক্ষয়ক্ষতি তারা কম করতে পারে।’ 

এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তবে সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এ কর্মকর্তা।

উল্লেখ্য, আজ মঙ্গলবার বেলা ২টায় ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করে বিএনপি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    কোরআন শপথ করে বললেও প্রধানমন্ত্রীকে বিশ্বাস করি না: নুরুল হক নুর

    এখনো সময় আছে, এই সব খেলাধুলা বাদ দিন: সরকারকে ফখরুল 

    ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন কেউ তা করেনি: তথ্যমন্ত্রী 

    মার্কিন ভিসা নীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে: জি এম কাদের 

    সাহস থাকলে আমেরিকার জন্য ভিসা নীতি করেন, সরকারকে আসিফ নজরুল

    তত্ত্বাবধায়কের অবস্থান থেকে এক মুহূর্তের জন্যও সরব না: মির্জা ফখরুল 

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির