সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

আশা করি আমেরিকার শুভবুদ্ধি উদয় হবে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ মে ২০২৩, ২২:৩৮

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি   আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের কোনো কোনো প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, এমন আশঙ্কা নিয়ে আলোচনা আছে সরকারে ও সরকারের বাইরে। তবে মার্কিনদের এই নিষেধাজ্ঞা নিয়ে ‘কোনো ধারণা নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আশা করি আমেরিকার শুভবুদ্ধি উদয় হবে।’ 

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা হবে কি না, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। এরা (যুক্তরাষ্ট্র) আমাদের বলে কয়ে তো কোনো দিন করে না।’ 

নিষেধাজ্ঞার বিষয়টি মার্কিন সরকারের ওপর নির্ভর করে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের ওপর যদি নিষেধাজ্ঞা হয়, তা হবে দুঃখজনক।  

আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ‘আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে’ এবং দেশটি নিষেধাজ্ঞা দেবে না।’

বাংলাদেশের ওপর অন্য দেশের নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তা সংশ্লিষ্ট দেশের জন্য ‘সতর্কবাণী’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। 

নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের নেপথ্য কারণ জানতে চেয়ে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিবিদেরা অনেক কিছু বলেন, যাতে অন্যদের জন্য সতর্কবাণী থাকে। 

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ১৩ মে প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে, আমরা তাদের কাছ থেকে কিছু কিনব না।’ এর পর থেকে বিদেশি নিষেধাজ্ঞা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীও কথা বলছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মামলায় হার ঠেকাতে সচিবদের ১২ দফা নির্দেশনা

    বাংলাদেশ সংঘাত চায় না: প্রধানমন্ত্রী

    মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

    ডলার সংকটে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি: নসরুল হামিদ

    গাজীপুরের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে: কমিশনার আলমগীর

    মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীনা উদ্যোগে সরকারের সাড়া 

    তারেক-জোবায়দার মামলা: সাক্ষ্য দিলেন তিন ব্যাংক কর্মকর্তা

    মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে রড পড়ে পথশিশু নিহত

    তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

    লোকসানের শঙ্কায় মেহেরপুরের আমচাষিরা, সরকারিভাবে রপ্তানির দাবি

    বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাফজয়ী ছোটন

    লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা: ৮ জনের ফাঁসির রায়