সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

কোহলিকে দিল্লি যেতে বলছেন পিটারসেন

আপডেট : ২২ মে ২০২৩, ১৭:৫৭

কেভিন পিটারসেন ও বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফো কোহলির কাছে গতকাল দিনটা ছিল ‘হরিষে বিষাদ।’ দুর্দান্ত সেঞ্চুরি করেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তুলতে পারেননি ২০২৩ আইপিএলের প্লে-অফে। এমন অবস্থায় কোহলিকে যেন দল বদলানোরই ইঙ্গিত দিলেন কেভিন পিটারসেন। 

চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স। গুজরাটের বিপক্ষে বিপক্ষে ৬১ বলে ১০১ রানের অপরাজিত এক ইনিংস খেললেন। ক্রিস গেইলের ৬ সেঞ্চুরি ছাপিয়ে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের নামে লেখান কোহলি। ২৩৭ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি করলেন ভারতীয় এই ব্যাটার। আইপিএলে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা চার ব্যাটারের একজন তিনি। তবু তার এই রেকর্ড গড়া সেঞ্চুরি ভেস্তে যায় শুভমন গিলের সেঞ্চুরিতে। বেঙ্গালুরুও বাদ পড়ে যায় লিগ পর্বেই। ১৬ আইপিএলে একবারও শিরোপার দেখা পায়নি বেঙ্গালুরু। আর কোহলিও ২০০৮ থেকে খেলছেন বেঙ্গালুরুতে। ভাগ্য বদলের জন্যই হয়তো কোহলিকে দল বদলাতে বলেছেন পিটারসেন। সরাসরি না বললেও ইংল্যান্ডের সাবেক এই ব্যাটারের কথায় তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে। পিটারসেন টুইট করেন, ‘কোহলির রাজধানী শহরে যাওয়ার সময় এসেছে। ‘এরপরে আইপিএল হ্যাশট্যাগ দিয়েছেন। আর ভারতের রাজধানী শহর যে দিল্লি, তা তো সবার জানা। 

বেঙ্গালুরুর হয়েই আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার ২৩৭ ম্যাচে ৩৭.২৫ গড় ও ১৩০.২৫ স্ট্রাইক রেটে করেন ৭২৬৩ রান। ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক করেন ৯৭৩ রান। যা আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। তখন ৪টি সেঞ্চুরি করেন কোহলি। ২০১৩,২০১৬, ২০২৩-তিন আইপিএলেই ৬০০ এর ওপরে রান করেন তিনি। এবারের আইপিএলে ২ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ৬৩৯ রান করেন ভারতীয় এই ব্যাটার।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ইউরোপাতেও খেলতে পারবেন না হ্যারি কেইনরা 

    বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাফজয়ী ছোটন

    পাকিস্তানের প্রস্তাবে কিছুতেই রাজি নয় ভারত

    ২৬ জনের দলেও নেই মাহমুদউল্লাহ

    আবেগঘন বিদায়ে ক্যাম্প ন্যু পর্ব শেষ বুসকেতস-আলবার

    রিজার্ভ ডেতে বৃষ্টি হলে আইপিএল ফাইনালের কী হবে 

    সূর্যের ১০ হাজার গুণ বড় নক্ষত্রের ‘ফসিল’ আবিষ্কার   

    সড়ক দুর্ঘটনায় আহত তেলুগু অভিনেতা সর্বানন্দ

    এরদোয়ানের জয়ে বিভক্ত তুরস্ক

    ইউরোপাতেও খেলতে পারবেন না হ্যারি কেইনরা 

    যমুনার নতুন রেফ্রিজারেটরের মোড়ক উন্মোচন

    খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার শুনানি ১৩ জুলাই