বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

‘চ্যাম্পিয়নস লিগ না জিতলে সিটি অপূর্ণ’

আপডেট : ২২ মে ২০২৩, ১২:৫৬

ম্যান সিটির প্রিমিয়ার লিগের শিরোপা হাতে পেপ গার্দিওলা। ছবি: এএফপি  ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা যেন ম্যানচেস্টার সিটির কাছে ‘বাঁ হাতের খেল।’ পেপ গার্দিওলার অধীনে এই টুর্নামেন্টের শিরোপা নিয়মিতই শোকেসে তুলছে ম্যানসিটি। কিন্তু এখনো জিততে পারেনি কোনো চ্যাম্পিয়নস লিগ। গার্দিওলার মতে, চ্যাম্পিয়ন লিগ জিতলেই পরিপূর্ণ দল হবে সিটিজেনরা। 

আর্সেনালের পরাজয়েই গত পরশু ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা জেতে ম্যানসিটি। বাকি ছিল শুধু উৎসবের অপেক্ষা। ইতিহাদে গতকাল চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে গার্দিওলার দল। এই নিয়ে সর্বশেষ ৬ মৌসুমে পাঁচবার প্রিমিয়ার লিগ জেতে সিটি। প্রিমিয়ার লিগে যা সিটির নবম শিরোপা। অন্যদিকে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে একবার খেললেও রানার্সআপ হয়েছে সিটিজেনরা। ১০ জুন ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আক্ষেপ ঘোচানোর সুযোগ রয়েছে সিটির। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘পাঁচ প্রিমিয়ার লিগ জিতেছি এবং এখনো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বাকি। আমরা অনেক জিতেছি। কিন্তু তবে এটা অস্বীকার করা যাবে না যে চ্যাম্পিয়নস লিগ না জিতলে তার কোনো দাম নেই। আমি জানি, চ্যাম্পিয়নস লিগ না জিতলে কখনোই পরিপূর্ণ দল হব না। যদি আমরা তা করতে না পারি, আজ বা কাল আমরা জিতব। আমাদের চেষ্টা করে যেতে হবে।’ 

গার্দিওলার কাছে এবার সুযোগ থাকছে ট্রেবল জয়ের। এফএ কাপের ফাইনালে ৩ জুন ম্যানসিটির প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। আর ১০ জুন ইস্তাম্বুলের ফাইনালে সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান। তবে বার্সেলোনার হয়ে দুইবার চ্যাম্পিয়নস লিগ জেতেন গার্দিওলা। স্প্যানিশ এই কোচের অধীনে ২০০৮-০৯,২০১০-১১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জেতে কাতালানরা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মেসির আল-হিলাল প্রসঙ্গে কী বললেন সৌদি ফুটবলপ্রধান

    ফ্রান্সের দল ঘোষণা, নেই কান্তে-পগবা 

    হাঁটতে না পারলেও মাঠে থাকবেন স্টোকস

    জাদেজার ধোলাই খেয়ে ঘুম হয়নি মোহিতের

    নেইমারের ইংলিশ ফুটবলে যাওয়ার সম্ভাবনা কতটুকু

    প্রিমিয়ার লিগের অবৈধ স্ট্রিমিংয়ে শতকোটি টাকা জালিয়াতি

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটলিয়নে বদলি মোল্লা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির