গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪ জন ব্যবসায়ীকে জরিমানা এবং একজনকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার মহানগরীর পুবাইল থানাধীন কলের বাজার ও গাজীপুর সদর উপজেলার যোগীতলা ও বানিয়ারচালা এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণ কৃষি বিপণন আইন ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর আওতায় মোট ৫টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬৭ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা আবদুল্লাহ আল-নূর শুক্রবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার যোগীতলা ও বানিয়ারচালা এলাকায় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ২০ ধারায় দুজনকে ৯০ হাজার টাকা জরিমানা করে আদায় করেন। এ ছাড়া তিনি একই অপরাধে অপর একজনকে ৫০ হাজার টাকা টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শোয়েব শাত-ঈল ইভান শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন কলের বাজার এলাকায় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ (১) (ঙ) ধারায় একজনকে ৬ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় একজনকে ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করেছেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে