সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল-জরিমানা

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২৩:০০

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪ জন ব্যবসায়ীকে জরিমানা এবং একজনকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার মহানগরীর পুবাইল থানাধীন কলের বাজার ও গাজীপুর সদর উপজেলার যোগীতলা ও বানিয়ারচালা এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণ কৃষি বিপণন আইন ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর আওতায় মোট ৫টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬৭ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা আবদুল্লাহ আল-নূর শুক্রবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার যোগীতলা ও বানিয়ারচালা এলাকায় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ২০ ধারায় দুজনকে ৯০ হাজার টাকা জরিমানা করে আদায় করেন। এ ছাড়া তিনি একই অপরাধে অপর একজনকে ৫০ হাজার টাকা টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শোয়েব শাত-ঈল ইভান শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন কলের বাজার এলাকায় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ (১) (ঙ) ধারায় একজনকে ৬ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় একজনকে ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করেছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

    রাজ ধনেশ পাচারের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

    বেলকুচিতে মোটরের সঙ্গে শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

    ভূমি জরিপে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে বরখাস্ত

    দিনাজপুরে লিচু ৮০ টাকা কেজি

    নির্বাচিত হলে কেন্দ্রীয় মন্দির করতে চাই:  লিটন

    ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

    বাংলাদেশে আসা নিয়ে মার্তিনেজ বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি’

    ইউনিলিভার ও বুয়েটের মধ্যে গবেষণায় অংশীদারত্ব নিয়ে চুক্তি সই

    রাজ ধনেশ পাচারের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

    বেলকুচিতে মোটরের সঙ্গে শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

    জীবন দিয়ে হলেও ভোটচোরকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব: মির্জা ফখরুল