শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১:৪২

প্রবাসী নুর মোহাম্মদ। ছবি: সংগৃহীত চট্টগ্রামের হাটহাজারীতে বাজার করতে বেরিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ষাটোর্ধ্ব দুবাইপ্রবাসী নুর মোহাম্মদ গত ২৬ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। 

আজ শুক্রবার বিকেলে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের জেলেপাড়ার ওয়াপদা কলোনির মসজিদের দক্ষিণ পাশে হালদা নদীর সংযুক্ত কাটাখালী খালে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গলার সঙ্গে হাঁটু ভাঁজ করে গামছা দিয়ে বাঁধা ছিল। 

নুর মোহাম্মদ রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিকদারবাড়ির মৃত সুবেদার আব্দুর রশিদের ছেলে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে ওই প্রবাসীর ছেলে এসে তাঁর বাবার লাশ বলে শনাক্ত করেন। 

নুর মোহাম্মদের ছেলে ইসমাম নূর গণমাধ্যমকর্মীদের জানান, গত ২৬ মার্চ বিকেলে হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এরপর থেকে তাঁর বাবার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন সবুজ বলেন, ‘প্রবাসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পাওয়া সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    কানাডাপ্রবাসী নারী হত্যার ঘটনায় মামলা, স্বামীর বাবা-ভাইসহ গ্রেপ্তার ৪

    বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের বিরুদ্ধে ডিএসএ আইনে মামলা করল ছাত্রলীগ নেতা  

    টাকা আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের দণ্ড

    চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে জখম, যুবলীগের নেতাসহ ৩ জন গ্রেপ্তার

    শ্যামলীর বহুতল ভবনে আগুন: নিয়ন্ত্রণে ১৩ ইউনিট, উদ্ধার ১৭

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার