বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

ভিন্ন থানার ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে রাজশাহীর বোয়ালিয়ার এসআই প্রত্যাহার

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৭:২২

ফাইল ছবি

নিজ এলাকার বাইরের ছিনতাইয়ের ঘটনায় হস্তক্ষেপের অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা শহিদুল্লাহ কায়সারকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় বলে আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, এসআই শহিদুল্লাহ কায়সার গত বুধবার বিকেলে নিজ এলাকার বাইরে নগরীর ডিঙ্গাডোবা যান। সেখানে সন্দেহভাজন কয়েকজন ছিনতাইকারীকে ধরে রেখেছিেন এলাকার বাসিন্দারা। সেই ঘটনায় জড়িয়ে ওই পুলিশ কর্মকর্তা শারীরিকভাবে লাঞ্ছিত হন।

এসআইকে প্রত্যাহারের বিষয়ে রফিকুল আলম বলেন, নিজ এলাকার বাইরে অন্য একটি ঘটনায় সম্পৃক্ত হন তিনি। এ জন্য ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তের পর আরও কোনো অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেয়ে সেখানে গিয়ে দুজনকে আটক করে পুলিশের একটি টহল দল। তাঁরা হলেন নগরীর চন্দ্রিমা থানার নিউ কলোনি এলাকার মো. লাদেন (২২) এবং দাশপুকুর এলাকার ইমরান হোসেন (২৪)।

পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে রফিকুল আলম জানান।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, এ ঘটনায় পুলিশ আক্রান্ত হয়েছে। তাই রাজপাড়া থানার একটি মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

    কর্মচারীদের চলমান ধর্মঘটে তালা ভেঙে ভবনে ঢুকলেন জাবি উপাচার্য

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার