বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

মিরপুর থেকে নিখোঁজ ৪ বান্ধবীর খোঁজ মিলেছে

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৪:২৬

ফাইল ছবি রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ চার বান্ধবী তিন দিন পর বাসায় ফিরেছে। চার বান্ধবীর একজন স্কুল শিক্ষার্থী ও তিনজন মাদ্রাসায় পড়াশোনা করে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে তাদের বাসায় ফেরার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টার দিকে বাসায় ফিরে তারা।

থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে ঝামেলা হওয়ায় তারা পরিকল্পনা করে বাড়ি ছাড়ে। তাদের বন্ধুত্বে বাধা দেওয়ার কারণেই এই পরিকল্পনা ছিল। এরপর ঢাকা থেকে খুলনায় যায়। সেখানে একটি আবাসিক হোটেলে ছিল তারা। পরে টাকা শেষ হয়ে যাওয়ায় বাসায় ফেরে।

চার বান্ধবীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে রাগ করে তারা খুলনায় চলে যায়। সেখানে একটি হোটেলে থাকে তারা। পরে টাকা শেষ হয়ে গেলে আবার ফেরত আসে। পারিবারিক ঝামেলা ছাড়া আমরা আর কিছু পাইনি। তাই মেয়েদের পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।’ 

এক অভিভাবক বলেন, ‘মেয়েরা সুস্থভাবে বাসায় এসেছে—এটাই আমাদের অনেক বড় পাওয়া। আমরা তাদের কাছে জানতেও চাইনি কী করেছে তারা। মেয়েরা বলেছে খুলনা গিয়েছিল, এটুকুই। তবে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ ভালো বলতে পারবে।’

এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মাদ্রাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি ওই চার শিক্ষার্থী। মঙ্গলবার রাতে এ ঘটনায় চার শিক্ষার্থীর অভিভাবকেরা কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

    কর্মচারীদের চলমান ধর্মঘটে তালা ভেঙে ভবনে ঢুকলেন জাবি উপাচার্য

    দুর্গাপুরে লরি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার