রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

গৌরনদীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে জখম যুবদল নেতা

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১২:৫৮

প্রতীকী ছবি বরিশালের গৌরনদীতে উপজেলা যুবদলের সদস্য মো. নাসরুল খলিফাকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাড়ির পাশে কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তিনি এখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের দাবি যুবলীগ কর্মীরা তাঁকে কুপিয়ে জখম করছেন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে বাড়ির পাশের কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন নাসরুল খলিফা। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। 

নাসরুল খলিফার বড় ভাই ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম খলিফা (৪৫) অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই নামাজ পড়ে বাড়ির পাশে মানিকের দোকানে চা পান করছিল। এ সময় স্থানীয় যুবলীগের কর্মী টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২) ও সোহেল মল্লিকের (৩৪) নেতৃত্বে পাঁচ-ছয়জন রামদা, চাপাতি দিয়ে হত্যার জন্য নাসরুলের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এ ঘটনা দোকানে থাকা সবাই দেখল, কিন্তু ভয়ে তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি।’ 

এই অভিযোগের ব্যাপারে জানতে মোবাইল ফোনে নলচিড়া ইউনিয়ন যুবলীগের সদস্য টুকু মল্লিক, আলী আসগর খোন্দকার ও সোহেল মল্লিককে কল করা হয়। কিন্তু তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

এ নিয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এখনো কেউ এ নিয়ে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    টেকনাফে রোহিঙ্গা কিশোরের কবজি কেটে ফেরত দিল অপহরণকারীরা 

    ট্রেনের যাত্রাবিরতি দাবি, বিক্ষোভ–ভাঙচুর স্টেশন মাস্টারকে মারধর

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার 

    নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

    ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব অসহনীয় বিপর্যয় আনবে’

    টেকনাফে রোহিঙ্গা কিশোরের কবজি কেটে ফেরত দিল অপহরণকারীরা 

    ট্রেনের যাত্রাবিরতি দাবি, বিক্ষোভ–ভাঙচুর স্টেশন মাস্টারকে মারধর

    মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড