রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

ভারতে মন্দিরের কূপের ছাদ ধসে ৩৫ জনের মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১২:৩৭

ভারতের একটি মন্দিরের কূপের ছাদ ধসে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। ছবি: টুইটার ভারতের মধ্যপ্রদেশে একটি মন্দিরের কূপের ছাদ ধসে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাজ্যের ইন্দোর শহরের বেলেশ্বর মহাদেব মন্দিরে জমায়েত লোকজনের ভারে কপে ছাদ ধসের ঘটনা ঘটে। 

ইন্দোরের কালেক্টর ইলাইয়ারাজা টি’র বরাতে সংবাদ সংস্থা এএনআই জানায়, মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ। আর এ পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান এখনো চলছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকার্য শেষ করার নির্দেশ দিয়েছেন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইন্দোরের সবচেয়ে পুরোনো এলাকাগুলোর মধ্যে অন্যতম স্নেহনগরের এই মন্দিরটি একটি বেসরকারি ট্রাস্টের পরিচালনাধীন। প্রায় চার দশক আগে কংক্রিটের স্ল্যাব দিয়ে কূপটি ঢেকে দেওয়ার পর পাশেই বেলেশ্বর মহাদেব মন্দিরটি নির্মাণ করা হয়। 

রাম নবমীর দিন কূপটির কংক্রিটের স্ল্যাবের ওপর পূজার আয়োজন করা হয়েছিল। স্ল্যাবটি মন্দিরের মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়। সেখানে পূজা দিতে ৩০ থেকে ৪০ জন মানুষ জড়ো হয়। এত মানুষের ভার বহনের উপযুক্ত ছিল না স্ল্যাবটি, ফলে এটি ভেঙে লোকজন ৪০ ফুট গভীর কূপে পড়ে যায়। 

দুর্ঘটনার পর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি লিখেছেন, ‘ইন্দোরের এ দুর্ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। হতাহত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’ 

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ভারতে ট্রেন দুর্ঘটনা: সামনে-পেছনে শুধু মৃতদেহ, ভেসে আসছে কান্নার শব্দ

    ভারতে ট্রেন দুর্ঘটনা: ‘কাঁদতে কাঁদতে শিশুটিও কিছুক্ষণ পর মারা যায়’

    ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮

    ভারতে ট্রেন দুর্ঘটনা: ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে নিহতদের পরিবার 

    ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩, আহত ৯০০

    ভারতে দুই ট্রেনের সংঘর্ষ: নিহত ৩৮, আহত ৪০০

    সত্যিই কি বিচ্ছেদের পথে রাজ-পরী

    ১৩ বছরে কৃষিতে ভর্তুকি প্রায় ৯৮ হাজার কোটি টাকা: সংসদে কৃষিমন্ত্রী

    ভারতের বিপক্ষে ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজলউড 

    মেয়র তাপসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার অভিযোগ

    ৪ মাসে বয়সে মা হারানো যমুনা বেড়ে উঠছে হাসপাতালে, মানুষ দেখলেই উচ্ছ্বাস 

    সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: সেনাপ্রধান