সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

যুক্তরাষ্ট্রের প্রার্থী অজয় বঙ্গাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঘোষণা

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১২:০১

যুক্তরাষ্ট্রের প্রার্থী অজয় বঙ্গাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঘোষণা। ছবি: এএফপি যুক্তরাষ্ট্রের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি। 

এই পদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমার শেষ দিন গতকাল ২৯ মার্চ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ প্রার্থী দেয়নি বলে বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে। 

এতে বলা হয়, পরিচালনা পর্ষদ মাত্র একটি মনোনয়নপত্র পেয়েছে এবং অজয় বঙ্গাকেই এই পদে নিয়োগের জন্য বিবেচিত বলে ঘোষণা করছে। এখন ওয়াশিংটনে প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে এবং প্রেসিডেন্ট পদে বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস মেয়াদ শেষ হওয়ার আগেই আকস্মিক পদত্যাগের ঘোষণার পর গত ২৩ ফেব্রুয়ারি মাস্টারকার্ডের এ সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) যুক্তরাষ্ট্রের প্রার্থী ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির আশা ছিল, এবার নারী প্রার্থীরা এ পদের জন্য উৎসাহিত হবেন। তবে বাস্তবে তা ঘটেনি।

অবশ্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হোন সাধারণত একজন আমেরিকান। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হন ইউরোপীয়। বহুদিন ধরে এ প্রথা চলে আসছে। যেখানে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংকের বৃহত্তম অংশীদার।

৬৩ বছর বয়সী বঙ্গা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। বর্তমানে ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি মাস্টারকার্ডের সিইও ছিলেন।

মনোনয়ন ঘোষণা করে প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতি বলা হয়, ‘জলবায়ু পরিবর্তনসহ আমাদের সময়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থানকে একত্রিত।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    এরদোয়ানকে বাইডেন-পুতিনের অভিনন্দন

    ছবিতে এরদোয়ান সমর্থকদের উল্লাস

    এই জয় তুরস্কের সাড়ে আট কোটি নাগরিকের: এরদোয়ান 

    এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

    তুরস্কে ভোট গণনা চলছে: ৫২ শতাংশ পেয়ে এগিয়ে এরদোয়ান

    ভোট দিতে এসে শিশুদের খেলনা ও টাকা দিলেন এরদোয়ান

    নতুন শিক্ষাক্রমে প্রথম এসএসসি পরীক্ষা ২০২৬ সালে 

    ৩ দিন অসুস্থ থাকার পর চিকিৎসা পেয়ে বনে ফিরল বন্য হাতি

    গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৩ শতাংশ

    জাতিসংঘের আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে গ্রেপ্তার ৫ 

    আপনি আমাদের লোক নন, ব্যারিস্টার আমীর–উল ইসলামকে দুলাল 

    সরকারি রাস্তার ইট তুলে বাড়িতে নিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান