শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

এপ্রিলে মিথিলার মায়া

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৮:৫১

মিথিলা। ছবি: সংগৃহীত ২০২১ সালে ‘মায়া’ সিনেমা দিয়েই টালিউডে অভিনয়ে যাত্রা শুরু করেন রাফিয়াত রশিদ মিথিলা। তাই এ সিনেমাটি নিয়ে একটু বেশিই আগ্রহ তাঁর। ‘আয় খুকু আয়’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হলেও ‘মায়া’র জন্য অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এপ্রিলেই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মায়া’।

কলকাতার ১৮ জন শিল্পীর অভিনয়ের পাশাপাশি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় সিনেমাটি বানিয়েছেন রাজর্ষি দে। ১৯৮৯ সালের কলকাতা শহর থেকে এই গল্পের শুরু, যা শেষ হবে সাম্প্রতিক সময়ে এসে। ধর্ষিত হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায় আর চলমান পুরুষতন্ত্রের শিকল ভাঙার প্রেরণা জোগায় অন্য নারীদের—সেই গল্পই বলবে ‘মায়া’।

সম্প্রতি প্রকাশ পেয়েছে মায়া সিনেমার ট্রেইলার। যার বেশির ভাগ জুড়ে দেখা গেছে মিথিলার নানা রূপ। জট পাকানো চুল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে পিস্তল—এভাবে আগে কখনো দেখা যায়নি মিথিলাকে। বাংলা সংলাপের পাশাপাশি ছিল সাবলীল হিন্দি সংলাপ। জানা গেছে, সিনেমার ৭০ শতাংশ সংলাপ হিন্দি ভাষায়। তবে আগে থেকেই হিন্দি ভাষা রপ্ত থাকায় বেগ পেতে হয়নি মিথিলাকে।

মিথিলা। ছবি: সংগৃহীত ট্রেলার প্রকাশের পর সিনেমাসংশ্লিষ্টদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছেন মিথিলা। নেটিজেনেরাও বাহবা দিচ্ছেন তাঁকে। সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, রাহুল বন্দ্যোপাধ্যায় ও কমলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    দুই সিনেমা নিয়ে আসছেন নায়ক নিরব

    ইরফান-তানিয়ার ঈদের নাটক ‘চেকমেট’

    বিতর্ক এবার কৃতি শ্যাননকে নিয়ে

    আবারও রেডিও জকি পড়শী

    টানা তিন দিন আদম সুরত

    নতুন ধারাবাহিক ‘বাওকুমটা বাতাস’

    শরীয়তপুরে রিকশা চালককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা, আটক ৩

    বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

    বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে পাসপোর্ট, ৩ জনের হজ অনিশ্চিত 

    চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

    আর্জেন্টিনার মার্তিনেজকে নিয়ে চেলসি-রিয়ালের ‘টানাটানি’

    এ বছর ডেঙ্গু রোগীদের মৃত্যুর কারণ ‘শক সিনড্রোম’: স্বাস্থ্যের ডিজি