শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

মৌলভীবাজারে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ, দুই ভাই গ্রেপ্তার

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২৩:০৪

আটক জাহাঙ্গীর মিয়া ও জাকির মিয়া। ছবি: সংগৃহীত মৌলভীবাজার সদরে রাজু মিয়া (৩০) নামে সিএনজিচালিত একটি অটোরিকশার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই দুই ভাইকে আটক করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুই ভাইকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’ 

নিহত রাজু মৌলভীবাজার সদর উপজেলায় আপার কাগাবালায় গ্রামের হাদিস মিয়ার ছেলে। আটকেরা হলেন একই এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী জাহাঙ্গীর মিয়া ও তাঁর ছোট ভাই জাকির মিয়া। নিহত রাজু হলেন জাহাঙ্গীর ও জাকিরের চাচাতো ভাইয়ের ছেলে। 

ওসি হারুনুর ও স্থানীয় লোকজন জানান, মধ্যপ্রাচ্য প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীর সঙ্গে রাজুর সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে মধ্যপ্রাচ্য থেকে জাহাঙ্গীর ও তাঁর ছোট ভাই জাকির সম্প্রতি দেশে আসেন। কিন্তু তাঁরা বাড়িতে না গিয়ে মৌলভীবাজার শহরের একটি হোটেলে অবস্থান করেন। গতকাল বুধবার দুপুরে তাঁরা সদর উপজেলার বিন্নিগ্রামে যান। সেখান মোবাইল ফোনে অটোরিকশা ভাড়া নেওয়ার কথা বলে রাজুকে ডেকে নেন। এ সময় রাজুকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে ফেলে যান তাঁরা। 

পরে স্থানীয়রা রাজুকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। অভিযোগ ওঠা দুই ভাইকে আপার কাগাবালায় গ্রাম থেকে আটক করা হয়েছে বলে জানান ওসি হারুনুর।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী 

    পটুয়াখালীতে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা, জাহাঙ্গীরে লাশ নিয়ে বিক্ষোভ

    সিলেট সার্কিট হাউসে প্রধান নির্বাচন কমিশনার

    ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ-ভাঙচুর, নেতাদের বাড়িতে হামলা

    শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী