বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

আজকে মানুষ না খেয়ে থাকে না, সবার পরনে কাপড় আছে: শিক্ষামন্ত্রী

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২০:৫৯

হাইমচরে সমাজসেবার চেক বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী। ছবি: আজকের পত্রিকা  শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধু তাঁর অর্থনীতিকে খুব সহজভাবে বলেছিলেন-আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই। একজন দুঃখী মানুষ কখন হাসে, যখন তার পেটে ভাত, পরনে কাপড় এবং মাথা গোঁজার ঠাঁই থাকে। যখন তার ছেলে-মেয়ের পড়ালেখার ব্যবস্থা থাকে, যখন আয় রোজগার এবং চিকিৎসার ব্যবস্থা থাকে। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দল গঠন করলেন। ক্যান্টনমেন্ট থেকে যে দল গঠন হয়, সে দলতো আর গণতান্ত্রিক দল হয় না।’ 

আজ বৃহস্পতিবার চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসহায়দের মধ্যে সমাজসেবার সহায়তার চেক, কৃষকদের সার–বীজ ও ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আমরা এরশাদ, খালেদা জিয়া, হাওয়া ভবন, লুটপাট দেখেছি। আমরা দেখেছি ৭৫ এর হত্যাকারীদের তারা পুরস্কৃত করেছিল, তারা বিচার না করে তা বন্ধ করে দিয়েছিল। ৭১ এর হত্যাকারীদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে ৩০ লাখ শহীদের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে, দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছিল। একই ধারাবাহিকতায় চলছিল দেশ।’ 

মন্ত্রী বলেন, ‘আমরা সর্বশেষ দেখেছি, এতিমদের অর্থ আত্মসাৎ, দেখেছি হাওয়া ও খোয়া ভবন। দেখেছি কীভাবে অপারেশন ক্লিন হার্টের নামে আমাদের মানুষদের হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যাকে ২১ বার হত্যার অপচেষ্টা চালানো হয়েছে, গ্রেনেড এবং বোমা হামলা করা হয়েছে।’ 

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে ছিল, তারা কিন্তু সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেনি। যে কারণে দেশে দারিদ্র্য কখনো চলে যায়নি বরং আরও খারাপ অবস্থা হয়েছে। তখন মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়নের তেমন সুযোগ তৈরি হয়নি। এরপর বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছেন। ১৯৯৬ সালে যখন ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হলেন, তখন দেশ স্বাধীনতার চেতনায় ফিরে গেল। চেতনাটা হচ্ছে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং শোষণ বৈষম্যহীন সমাজ তৈরি করার।’ 

শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ১৯৯৬ সালে মানুষের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হন। তখন থেকে চালু হয় বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তাদের ভাতা ও মাতৃত্বকালীন ভাতা। অর্থাৎ দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। আশ্রয়ণ প্রকল্প করে, গুচ্ছগ্রাম, ভূমিহীন ও গৃহহীনদের ঘরে করে দেওয়া। মাত্র কয়েক দিন আগে ৪০ হাজার মানুষকে ঘর করে দিলেন। পৃথিবী এমন ঘটনা বিরল। এই পর্যন্ত চার লাখ মানুষকে ঘর দিয়ে পুনর্বাসন করা হয়েছে। যাদের ঘর ছিল না, জায়গা ছিল না। আজকে তাদের ঘর আছে এবং কর্মসংস্থানের জন্য নানা উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।’ 

 ডা. দীপু মনি বলেন, ‘আজকে কৃষককে বীজ ও সার দেওয়া হচ্ছে। বিএনপির আমলে সার চাওয়ার অপরাধে ১৮ জন কৃষককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিদ্যুৎ–পানি চাইলে গুলি করে মানুষ হত্যা করতে হবে কেন? শেখ হাসিনা বলেছেন, সারের পেছনে কৃষক ছুটতে হবে না, সার কৃষকের কাছে পৌঁছে যাবে। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করবেন, তা করেছেন। এখন আপনাদের সবার হাতে হাতে মোবাইল। আজকে মানুষ না খেয়ে থাকে না, সবার পরনে কাপড় আছে। কমিউনিটি ক্লিনিকে গেলে ৩০ প্রকারের ওষুধ পাওয়া যায়। এই বাংলাদেশ শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে তৈরি করছেন।’ 

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন প্রধানিয়া, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    হোমনায় এক রশিতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু

    এবার জনগণ সরকারের লাইন কেটে দেবে: আসাদুল হাবিব দুলু

    সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

    পাবনায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০ 

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু: পেস্ট কন্ট্রোল কোম্পানির এমডি-চেয়ারম্যান রিমান্ডে

    হোমনায় এক রশিতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সেনা সদস্যের মৃত্যু: জামিন পেলেন সিসিকের দুই প্রকৌশলী ও ঠিকাদার

    জাতীয় চিড়িয়াখানায় হায়নার থাবায় হাত হারাল শিশু

    পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু

    এবার জনগণ সরকারের লাইন কেটে দেবে: আসাদুল হাবিব দুলু