শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে পোপ ফ্রান্সিস

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১২:৪৮

পোপ ফ্রান্সিস। ছবি: এএফপি শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। আগামী কয়েক দিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে বলে জানিয়েছে ভ্যাটিকান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী পোপ সম্প্রতি শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে পরীক্ষায় জানা গেছে, তাঁর শরীরে করোনা সংক্রমণ নেই। পোপকে আগামী কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

পোপের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি বলেছেন, নিরাপত্তাসহ তাঁর ঘনিষ্ঠ কর্মীরা জেমেলি হাসপাতালে রাত্রিযাপন করবেন বলে ধারণা করা হচ্ছে।

বছরের এই সময়ে সবচেয়ে ব্যস্ততার সঙ্গে কাটান পোপ। কারণ ইস্টার ছুটির আগে এই সময়ে তাঁর অনেক পূর্বনির্ধারিত কর্মসূচি থাকে। এ সপ্তাহেই ‘পাম সানডে’ উদ্‌যাপনের কথা রয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহে ‘হলি উইক’ ও ‘ইস্টার’ উদ্‌যাপনের কথা রয়েছে পোপ ফ্রান্সিসের। আগামী মাসের শেষের দিকে হাঙ্গেরি সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

এদিকে পোপের অসুস্থতার খবর শুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর সুস্থতার জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পোপের নিজ শহর আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের মানুষ তাঁর প্রতি সহানুভূতি জানিয়েছেন। ড্যানিয়েল সাকো নামের এক ব্যক্তি বলেছেন, পোপকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে তিনি তাঁর দায়িত্ব চালিয়ে যেতে পারবেন কি না।

ভিক্টোরিয়া ভেরা নামের এক ব্যক্তি বলেছেন, ‘পোপ খুব খোলা মনের মানুষ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’

পোপ ফ্রান্সিস সম্প্রতি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তাঁকে হুইলচেয়ারে চলাফেরা করতে দেখা গেছে। ২০২১ সালে কোলন সমস্যার কারণে তিনি অস্ত্রোপচারও করেছিলেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    জার্মানিতে তৈরি হচ্ছে পাউরুটির বিয়ার

    ইউক্রেন: নিপ্রোর জলে ভেসে যাওয়া মাইন বিপদের কারণ

    লুক্সেমবার্গে ফ্রি গণপরিবহন চালুর তিন বছর, সমগ্র ইউরোপ কি হাঁটবে একই পথে

    অভিন্ন শরণার্থীনীতি গ্রহণ করতে পারে ইইউ

    খেরসনে ‘রুশ হামলায়’ বাঁধ ভেঙে ৮ এলাকা প্লাবিত

    এরদোয়ানের নতুন মন্ত্রিসভা, দুই মন্ত্রণালয় বাদে সবগুলোতে পরিবর্তন 

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী