বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৭:৪৩

চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ায় মুন্নি খাতুনের আহাজারি। ছবি: আজকের পত্রিকা চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে অগ্নিকাণ্ডে তিন পরিবারের ৯টি বাড়ি আগুনে পুড়ে গেছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা রাঘববাটি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আতাবুর, ছেলে খুরশেদ ও কালু, জামাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে পারচৌকা রাঘববাটি গ্রামের আতাবুরের ছেলে কালুর গোয়ালঘরের মশা তাড়ানোর আগুন থেকে সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পাশের আরও দুটি পরিবারের ঘর, আসবাব, চাল, ডাল, আটা, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভস্মীভূত হয়।

একই সঙ্গে বাড়ির মালিক মৃত ইসমাইলের ছেলে প্রতিবন্ধী আতাবুর রহমানের (৬৫) শরীর ঝলসে গেছে। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। এ ছাড়া অগ্নিকাণ্ডে তিনটি ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ভস্মীভূত হয়েছে। এতে তিন পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

কাদেরী কিবরিয়া আরও জানান, এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। এদিকে খবর পেয়ে দুপুরে দশ ভাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও শুকনো খাবার দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় মুন্নি খাতুনের ঘরের আসবা। ছবি: আজকের পত্রিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রতিবেদন পেয়েছেন। দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হবে।

অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সিএনবি ঘাট ফুলকুড়ি এলাকায় আগুনে পুড়ে গেছে একটি সেমিপাকা বাড়ির দুটি ঘর। আজ বুধবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত, খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কেউ হতাহত না হলেও প্রায় সবকিছুই হারিয়েছে পরিবারটি। বাড়ির মালিক আকাশ আলী অ্যাম্বুলেন্সের সহযোগী হিসেবে কাজ করতেন। এত দিনের তিলে তিলে সাজানো ঘর মুহূর্তে শেষ হয়ে যাওয়ায় বিলাপ করছেন আকাশ আলী।

আকাশ আলীর স্ত্রী মুন্নি খাতুন জানান, তিনি সকালে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলেন। এরপর জানতে পারেন বাড়িতে আগুন লেগেছে। ফিরে এসে দেখেন ঘরের টিভি, ফ্রিজ, আসবাব সবকিছুই পুড়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রবিউল ইসলাম জানান শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে দুটি ঘরের সবকিছু পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় দেড় লাখ টাকা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

    কর্মচারীদের চলমান ধর্মঘটে তালা ভেঙে ভবনে ঢুকলেন জাবি উপাচার্য

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার