শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

আসছে আইওএস ১৭, থাকবে বিকল্প অ্যাপ স্টোরের সুবিধা

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৩:৪৬

 নতুন আপডেটে ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন মার্ক। ছবি: সংগৃহীত  শিগগিরই আইওএস ১৭ আনছে অ্যাপল। আইফোন ব্যবহারকারীরা আপডেটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন নতুন এই সংস্করণ। তবে ঠিক কী কী সুবিধা আসছে নতুন এই সংস্করণে, তা নিয়ে আছে নানা জল্পনা-কল্পনা। জানা গেছে, নতুন এই সংস্করণে থাকছে বিকল্প অ্যাপ স্টোরের সুবিধা। অর্থাৎ, অ্যাপ ডাউনলোডের জন্য অ্যাপলের নিজস্ব অ্যাপ স্টোরই আর একমাত্র সমাধান থাকছে না।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরমান নতুন আপডেটের ব্যাপারে বিভিন্ন তথ্য জানিয়েছেন। নতুন আপডেটে ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানিয়েছেন মার্ক। তিনি জানান, আগে আইওএসে বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের কোনো সুযোগ ছিল না। তবে এবার এই সুবিধা যুক্ত করা হবে। 

এদিকে গত ২৭ মার্চ আইওএস ১৬ দশমিক ৪ এবং অন্যান্য সফটওয়্যারের আপডেট এনেছে অ্যাপল। একাধিক নতুন বৈশিষ্ট্য যেমন—নতুন ইমোজি, ওয়েব অ্যাপের নোটিফিকেশন ও অ্যাক্সেসিবিলিটিতে উন্নতির পাশাপাশি ৩০টির বেশি নিরাপত্তা ত্রুটি সারানো হয়েছে নতুন আপডেটে। 

অ্যাপলের ওয়েবসাইট অনুযায়ী, আইওএস ১৬ দশমিক ৪, ম্যাকওএস ভেনচুরা ১৩ দশমিক ৩, ওয়াচ ওএস ৯ দশমিক ৪ ও টিভি ওএস ১৬ দশমিক ৪—এই কয়েক ডজন নিরাপত্তা ত্রুটি ঠিক করা হয়েছে। উদাহরণস্বরূপ, অ্যাক্সেসিবিলিটির ফিচারগুলোতে একটি নিরাপত্তা ত্রুটি ছিল—এর মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহারকারীর ‘কন্টাক্ট’-এর তথ্য হাতিয়ে নিতে পারত। আরেকটি ত্রুটির কারণে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পেত।  

অন্যান্য ত্রুটি অ্যাপল নিউরাল ইঞ্জিন, ক্যালেন্ডার, ক্যামেরা, কারপ্লে, ব্লুটুথ, ফাইন্ড মাই, আইক্লাউড, ফটো, পডকাস্ট ও সাফারির মতো  অংশগুলোকে আক্রান্ত করে। এগুলো সারিয়েছে অ্যাপল। এ ছাড়া কার্নেলে পাওয়া ত্রুটিও সারানো হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    চীনে যেভাবে গড়ে উঠল আইফোন সিটি

    অ্যান্ড্রয়েডে ডায়নামিক আইল্যান্ড চালুর উপায়

    সেলফোন ফটোগ্রাফি টিপস অ্যান্ড ট্রিকস

    গরমে আরাম দেবে চার্জার ফ্যান

    ক্যাননের স্বয়ংক্রিয় ইনডোর ক্যামেরা

    মৃত কৃত্রিম উপগ্রহগুলো কোথায় হারিয়ে যায়

    বরিশাল সিটি নির্বাচন

    ভোট নিয়ে শঙ্কামুক্ত নই: ফয়জুল করিম

    আন্ডারডগ মুচোভার বৈচিত্র্যতাকে ভয় সিয়াতেকের 

    খুলনায় বিএনপির ভাঁওতাবাজি শুনবে না জনগণ: তালুকদার আব্দুল খালেক

    প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল যুবকের 

    বিমানবন্দরে ভারতীয় নারীর ট্রলিব্যাগে পাওয়া গেল ১২ কোটি টাকার কোকেন