সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

যে ৫টি ভাষা শিখে রাখা দরকার

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১১:৪৩

প্রতীকী ছবি বিশ্বের পরিবর্তনশীল অর্থনৈতিক অবস্থার কারণে বর্তমানে একাধিক ভাষা জানাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এর কারণে আপনি বিভিন্ন দেশের ক্লায়েন্ট, কর্মী তো পাবেনই; সঙ্গে নিজের ব্যবসার নেটওয়ার্কটাও পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারবেন। এখন তো ভাষা জানা থাকলে ঘরে বসেই অন্য দেশের হয়ে কাজ করতে পারবেন। কিন্তু সব ভাষাই কি জানা জরুরি? মোটেও না। তাই আজকে আমরা এমন পাঁচটি ভাষার কথা বলব, যার মধ্যে অন্তত দুটি আপনার শিখে রাখা উচিত। 

ইংরেজি
ইংরেজির স্থান কেন সব ভাষার ওপরে, তা নিশ্চয়ই বুঝতে পারছেন? বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ইংরেজি প্রচলিত আছে। এই ভাষা ব্যবসা থেকে শুরু করে শিক্ষা, চাকরি, পর্যটন—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ইংরেজি। ইংরেজি জানা থাকলে খুব সহজেই একটা ভালো চাকরির সন্ধান পাওয়া যায়। বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রে ইংরেজিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হয়। এ ছাড়া বহুজাতিক কোম্পানিতে চাকরির ক্ষেত্রেও ইংরেজিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই ভাষার ওপর আপনার ভালো দক্ষতা থাকলে যেকোনো চাকরিতেই অন্যদের চেয়ে বেশি অগ্রাধিকার পাবেন। তা ছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখা যায় ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর থাকে। শুধু লিখিত না, ভাইভাতেও রয়েছে ইংরেজির গুরুত্ব। ফ্রিল্যান্সিংয়ের জন্যও কাজ পেতে হলে ইংরেজি জানা লাগবে। আর আপনি যদি চান বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, তাহলে আপনার জন্য ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক। ইংরেজিতে দক্ষতা পরীক্ষা করার জন্য বিভিন্ন রকমের পরীক্ষা রয়েছে, সেখানে আপনাকে উত্তীর্ণ হয়ে একটা ভালো স্কোর নিয়ে সেটা দিয়ে বিদেশে পড়ার জন্য আবেদন করতে হবে। 

মান্দারিন
আপনি যদি চীন বা তাইওয়ানে পড়াশোনা কিংবা চাকরির উদ্দেশ্যে যান, তাহলে আপনাকে মান্দারিন জানতেই হবে। কারণ তারা নিজেদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে না। আর চীনের অর্থনীতি যেহেতু খুবই বড়, তারা প্রায়ই ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য অন্য দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করে। সে ক্ষেত্রে কথাবার্তা মান্দারিনেই চালাতে হয়। যদিও এটা শেখা সবার জন্য সহজ নয়, তবে মান্দারিন শিখলে আপনার জন্য অনেক ব্যবসা ও চাকরির দরজা খুলে যাবে। তখন চাইলে দোভাষীর কাজও করা যায়। আর যারা আন্তর্জাতিক ব্যবসার জন্য মানুষ নিয়ে থাকে, তারা চায় তাদের কর্মীরা যেন একের অধিক ভাষায় পারদর্শী হয়। অন্য যেসব দেশ চীনে নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে চায়, তারাও মান্দারিনে পারদর্শী এমন মানুষই নিজেদের প্রতিষ্ঠানের জন্য নিয়ে থাকে। আর সামনে যেহেতু চীন বৈশ্বিক ঘটনাবলিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সে ক্ষেত্রে মান্দারিনটা শিখে রাখাই যায়! 

জার্মান
ইউরোপের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো জার্মানি। আপনি যদি ইউরোপে থাকতে বা কাজ করতে চান, সে ক্ষেত্রে আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য জার্মান ভাষা জানতেই হবে। জার্মান ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু দেশের অফিশিয়াল ভাষা। আন্তর্জাতিক ব্যবসার অনেক লেনদেনই জার্মানিতে হয়ে থাকে। সে জন্য অনেক বহুজাতিক প্রতিষ্ঠানের মূল অফিসও এখানেই। তাই আপনি যদি জার্মান ভাষায় দক্ষ হয়ে থাকেন, তাহলে খুব সহজেই বিশ্বের নামীদামি প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন। সেটা ফাইন্যান্স হোক কি ফ্যাশন, চাকরির সুযোগ থাকছেই। তা ছাড়া জার্মানির শিক্ষার মান খুবই উন্নত। ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের অন্যান্য শাখায় গবেষণাক্ষেত্রের আঁধার বলা যায় একে। আপনার পড়াশোনা বা চাকরির ক্ষেত্র যদি এগুলো হয়, তাহলে আপনাকে জার্মান শিখতে হবে। ফেলোশিপ বা স্কলারশিপ পেতে হলেও জার্মান জানা আবশ্যক। পর্যটকেরাও জার্মানিতে গেলে জার্মান-ইংরেজি দুই ভাষায় পারদর্শী ট্যুর গাইডই খোঁজেন। 

ফ্রেঞ্চ
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে ফ্রেঞ্চ একটি জনপ্রিয় ভাষা, কারণ ফ্রেঞ্চ কানাডার জাতীয় ভাষাগুলোর একটি। তাই আপনি যদি নর্দানের দেশগুলোতে পড়ার বা চাকরির উদ্দেশ্যে যান, সে ক্ষেত্রে ফ্রেঞ্চ ভাষা বেশ কাজের। বিশ্বের বড় বড় সব প্রতিষ্ঠানই ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী মানুষ নিয়ে থাকে। তা ছাড়া জাতিসংঘের অফিশিয়াল ভাষাগুলোর একটি হলো ফ্রেঞ্চ। এই ভাষা জানলে রিটেইলিং, অটোমোবাইল, লাক্সারি আইটেমসহ অন্যান্য ক্ষেত্রে কাজ করতে পারবেন। 

স্প্যানিশ
স্প্যানিশ হলো বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত ভাষা। এটি জাতিসংঘের অফিশিয়াল ভাষাগুলোরও একটি। কারণ ইউরোপের প্রায় সব দেশেই বহুল ব্যবহৃত ভাষা হলো স্প্যানিশ। ইউরোপ ছাড়াও ব্রাজিল, স্পেন এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এই ভাষাভাষীর মানুষ রয়েছে। তা ছাড়া এখানকার দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্প্যানিশ ভাষা জানা মানুষদের অগ্রাধিকার দেওয়া হয়। আর অন্য অনেক ভাষার তুলনায় স্প্যানিশ শেখা অনেক সহজ। কারণ, ইংরেজি ভাষার অনেক শব্দ রয়েছে স্প্যানিশে। এমনকি স্প্যানিশ ভাষার গ্রামারও অনেকটা ইংরেজি ভাষার মতোই। আর যেহেতু অধিকাংশ ব্যবসা বা চাকরির ক্ষেত্র ইউরোপ-আমেরিকাকেন্দ্রিক, তাই ইংরেজির পাশাপাশি স্প্যানিশ জানলে অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে থাকা যায়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    গাজীপুরে কি তবে হলো নতুন যাত্রার শুরু

    ভয়কে জয় করে ফিল্ডিংয়ে বাংলাদেশের উন্নতি

    ফুটবলে নতুন একটা জোয়ার আসুক

    নৈতিক অধঃপতনে সংস্কৃতির বিপর্যয়

    দ্বিজেন শর্মা প্রকৃতির পরম্পরা

    জীবন অগাধ

    আলাউদ্দিন খাঁর রাগ

    মালিতে বাংলাদেশ পুলিশ ইউনিটের ওপর বোমা হামলা 

    সিলেটে আন্দোলনে যাচ্ছেন জ্বালানি তেলের ব্যবসায়ীরা

    বারোমাসি তরমুজ চাষ করে ধামইরহাটে সাড়া ফেলেছেন আজিজার

    পরিচয় শনাক্তের জন্য ঢাবির বাংলা বিভাগে শিক্ষার্থীদের কান–মুখ খোলা রাখতে হবে 

    অশ্লীল ভিডিও বানিয়ে প্রতারণার হুমকি, দুই নারীসহ গ্রেপ্তার ৩ 

    ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর