২০ যমজ ভাইবোন পড়ছে একই বিদ্যালয়ে। যাদের পোশাক-আশাক, চালচলন এবং মেধা প্রায় একই রকম ঠাকুরগাঁও সদর উপজেলায় অবস্থিত মথুরাপুর পাবলিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়, যা এখন ‘যমজদের বিদ্যালয়’ হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিতি পেয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে যমজ দুই ভাই বিদ্যালয়ে প্রথম ভর্তি হয়, এর পর থেকে প্রতিবছরই বেড়েছে যমজ শিক্ষার্থীর সংখ্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, যমজদের মাঝে এতই মিল যে ক্লাসে শিক্ষকেরা প্রায়ই তাদের গুলিয়ে ফেলেন। তা ছাড়া যমজ হওয়ার কারণে সবার কাছেই তারা আলাদা গুরুত্ব পায়। পাশাপাশি শিক্ষক, প্রতিবেশী, মা-বাবার কাছেও তারা খুব প্রিয়।
আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন: https://www.youtube.com/c/AjkerPatrikabd
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে