শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

ধামরাইয়ে ওয়ার্ড আ. লীগের সভাপতির ওপর হামলা, থানায় মামলা 

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২১:২৬

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ওপর হামলার ঘটনায় ধামরাই থানা মামলা করা হয়েছে। ছবি: সংগৃহীত ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে মজিবুর রহমান নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার সকালে দিকে পাঁচজনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি মামলা করেন ভুক্তভোগী ওই নেতা। 

মজিবুর রহমান উপজেলার সূয়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। 

এর আগে গত শুক্রবার (২৪ মার্চ) সকালের দিকে উপজেলার সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামে মজিবুর রহমানের বাড়ির পাশে মারধরের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে একটু সুস্থ হইয়ে রোববার সকালে থানায় মামলা করেন। 

অভিযুক্তরা হলেন—একই এলাকার খোরশেদ আলম (৪০), জাহাঙ্গীর আলম (৪৫) ও নিশাননগর এলাকার জহির খান (৪৫), মশিউর রহমান (৩৫), মাহমুদুল হাসান ওরফে এরশাদ খান (৩৫)। 

মামলা সূত্রে জানা যায়, আহত মজিবুর রহমানের সঙ্গে একই এলাকার জহির খান, মশিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শুক্রবার মজিবুর রহমান দেলধা এলাকায় তাঁর নিজ গ্রামের পুকুর পাড়ে কাজ করছিলেন। অভিযুক্তরা সেখানে আগে থেকেই ওত পেতে থাকেন। মজিবুর রহমান সেখানে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেন। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

ভুক্তভোগী মজিবুর রহমান বলেন, ‘অভিযুক্তরাসহ আরও কয়েকজন মিলে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এর আগেও তারা আমার ওপর হামলা করেছে। এদের সবার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছিলাম। আদালতে মামলা থাকা অবস্থায় তারা আবার আমার ওপর এই অতর্কিত হামলা করেছে। পরে এদের আসামি করে ধামরাই থানায় একটি মামলা করেছি।’ 

এ বিষয়ে জানতে অভিযুক্ত খোরশেদ আলমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় মজিবুর রহমান পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন 

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    কানাডাপ্রবাসী নারী হত্যার ঘটনায় মামলা, স্বামীর বাবা-ভাইসহ গ্রেপ্তার ৪

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন