শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২১:০৫

 রাজশাহীর বাঘায় মসজিদে মোবাইলে ফোনে কথা বলা নিয়ে মারামারির ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আজ রোববার থানায় পৃথক দুটি অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার উপজেলার বাজুবাঘা নতুন পাড়া জামে মসজিদে তারাবিহর নামাজ শেষে এ মারামারির ঘটনা ঘটে। 

জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের ভেতরে মোবাইল ফোনে এক ব্যক্তি কথা বলছিলেন। এ কথা বলা সহ্য করতে না পেরে বাজুবাঘা নতুন পাড়া গ্রামের বাসিন্দা সাহাবাজ আলী ওই ব্যক্তিকে গালিগালাজ করেন। পরে ওই ব্যক্তিকে গালিগালাজ করায় ক্ষুব্ধ হন একই গ্রামের সাজেদুল ইসলাম। এ নিয়ে উভয়ের মধ্যে গালমন্দ হয়। পরে মসজিদের মুসল্লিরা তাৎক্ষণিক ফয়সালা করে দেন। 

ওই দিন রাতে সাজেদুল ইসলাম ও তার ছেলে বায়েজিদ ইসলাম তারাবিহর নামাজ পড়তে মসজিদে আসেন। তারাবিহর নামাজ শেষে তাঁরা বাড়ি ফিরছিলেন। এ সময় সাহাবাজ আলীসহ ৫-৬ জনের একটি দল তাঁদের মারধর করে। 

পরদিন শনিবার সাহাবাজ আলীকেও মারধর করা হয়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও আমার ছেলে মসজিদে তারাবিহর নামাজ পড়তে যাই। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর অতর্কিত হামলা চালিয়ে আমাদের মারধর করা হয়।’ 

সাহাবাজ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাকেও তাঁরা অপমান অপদস্থ করে মারধর করেছে। তাদের মারধরে আমিও আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।’ 

এ বিষয়ে বাজুবাঘা নতুনপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তাঁদের উভয়ের মধ্যে একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝিতে মারপিটের ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে সমঝোতা করার চেষ্টা চলছে। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা জানার পর পুলিশ পাঠিয়েছিলাম। এ বিষয়ে পৃথক দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    ডুমুরিয়ায় এক বিদ্যালয়ে ২২ স্কুলছাত্রী এক সঙ্গে অসুস্থ

    ট্রেনের নামকরণের দাবিতে নীলফামারীতে ট্রেন অবরোধ

    টাকা আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের দণ্ড

    চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে জখম, যুবলীগের নেতাসহ ৩ জন গ্রেপ্তার

    আটপাড়ায় উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

    শ্যামলীর বহুতল ভবনে আগুন: নিয়ন্ত্রণে ১৩ ইউনিট, উদ্ধার ১৮

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার