রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

ওমরাহ শেষে ফেরার পথে সড়কে ঝরল দুই বাংলাদেশির প্রাণ

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪:৪৭

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত শ্যালক-দুলাভাই। ছবি: আজকের পত্রিকা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ওমরাহ শেষে মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সাগর জমাদ্দার (২৪) ও মোজাম্মেল হোসাইন মৃধা (৪৫)। সাগর জমাদ্দার বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বটতলা এলাকার মোতাহার জমাদ্দারের ছেলে আর মোজাম্মেল হোসাইন মৃধা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত আজিজ মৃধার ছেলে। তাঁরা সম্পর্কে শ্যালক-দুলাভাই। সাগর জমাদ্দারের বড় ভাই উজ্জ্বল জমাদ্দার তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার তাঁরা সৌদি আরবের আলগাছিমের উনাইজা থেকে মদিনায় মহানবী হজরত মোহাম্মদ (স.)-এর রওজা জিয়ারত করতে যান। গতকাল শনিবার রাতে সেখান থেকে মক্কার উদ্দেশে রওনা হন তাঁরা। এ সময় তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। তাতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সাগর জমাদ্দার ও মোজাম্মেল হোসাইন সৌদি আরবেই থাকতেন। তাঁদের মরদেহ বর্তমানে সেখানে একটি হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উজ্জ্বল জমাদ্দার বলেন, ‘শনিবার ওমরাহ শেষে ফেরার পথে ছোট ভাই ও দুলাভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁদের হারিয়ে স্বজনেরা পাগলপ্রায়। এখন তাঁদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, নিহত দুজনের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ৪ মাসে বয়সে মা হারানো যমুনা বেড়ে উঠছে হাসপাতালে, মানুষ দেখলেই উচ্ছ্বাস 

    সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: সেনাপ্রধান

    রাসিক নির্বাচন: ভোটের মাঠে দেখা নেই সব ম্যাজিস্ট্রেটের

    টিসিবির পণ্য বিক্রির সময় কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ

    টঙ্গীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক পিষ্ট কাভার্ড ভ্যানের চাকায়

    প্রক্সি কাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা শান্ত বহিষ্কার

    গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত 

    সত্যিই কি বিচ্ছেদের পথে রাজ-পরী

    ১৩ বছরে কৃষিতে ভর্তুকি প্রায় ৯৮ হাজার কোটি টাকা: সংসদে কৃষিমন্ত্রী

    ভারতের বিপক্ষে ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজলউড 

    মেয়র তাপসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার অভিযোগ

    ৪ মাসে বয়সে মা হারানো যমুনা বেড়ে উঠছে হাসপাতালে, মানুষ দেখলেই উচ্ছ্বাস