রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

পেলেও ছিলেন ব্রাজিলের ম্যাচে

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১২:০৯

ব্রাজিলের প্রত্যেক খেলোয়াড়ের জার্সিতে ছিল পেলের নাম। ছবি: ফেসবুক  কিংবদন্তি পেলের মৃত্যুর পর প্রথম ম্যাচ খেলেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে গতকাল পেলেকে স্মরণ করেছে ব্রাজিল ফুটবল দল।

পেলেকে যে ব্রাজিল দল স্মরণ করবে, তা আগে থেকেই বোঝা গিয়েছিল। রদ্রিগোর জার্সিতে ১০ নম্বর ও পেলের নাম লেখা একটা ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগেই। তাঞ্জিয়ারে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা গেছে ব্রাজিলের সেই কাজের প্রতিফলন। নতুন অধিনায়ক কাসেমিরোসহ সব খেলোয়াড়ের জার্সিতে ছিল পেলের নাম।

পেলের মৃত্যুর পর তো বটেই, বিশ্বকাপের পরও প্রথম ম্যাচ গতকাল খেলেছে ব্রাজিল। নতুন কোচ, নতুন অধিনায়কসহ একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে যাত্রা শুরু করে সেলেসাওরা। ব্রাজিলের ‘নতুন শুরুটা’ হয়েছে ভুলে যাওয়ার মতোই। মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে ইতিহাস গড়েছে মরক্কো। ব্রাজিলকে প্রথমবারের মতো হারিয়েছে আফ্রিকা মহাদেশের এই দল।

গত বছরের ২৯ ডিসেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মারা যান পেলে। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর পর প্রথম ম্যাচ হওয়ায় ব্রাজিলের প্রত্যেক খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বরের নিচে ছিল পেলের নাম। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছিলেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন কিংবদন্তি এই ফুটবলার।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    আফগানদের বিধ্বস্ত করে সমতায় ফিরল লঙ্কানরা 

    সহসভাপতির আপত্তিপত্র কেড়ে নেওয়ার অভিযোগ সাঈদের বিরুদ্ধে 

    ফিরেছেন তাসকিন, চমক মুশফিক-দিপু

    হার্ভার্ডের শিক্ষিকাকে কোরআন উপহার রিজওয়ানের

    চলে যাচ্ছেন বেনজেমা, নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ

    শচীনের সঙ্গে গিলের তুলনা, যা বললেন ওয়াসিম আকরাম

    পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে সোমবার

    নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

    ব্যবসায়ী অপহরণে সিআইডি ও র‍্যাব সদস্য, থানায় মামলা

    ঝালকাঠিতে ডোবার পানিতে তলিয়ে দুই বোনের মৃত্যু

    আফগানদের বিধ্বস্ত করে সমতায় ফিরল লঙ্কানরা 

    মার্কেন্টাইল ব্যাংকের গ্লোবাল ডেবিট কার্ড উদ্বোধন