শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

ব্রাজিলের ম্যাচে থাকছেন পেলেও

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৭:২২

পেলের জার্সি পড়ে খেলবে ব্রাজিল। ছবি: টুইটার  বিশ্বকাপের পর তো বটেই, পেলের মৃত্যুর পরও প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। তাঞ্জিয়ারে আগামীকাল ভোরে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচে পেলেও থাকছেন। 

গত বছরের ২৯ ডিসেম্বর কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মারা যান পেলে। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর পর প্রথম ম্যাচ হওয়ায় ব্রাজিল দলের জার্সিতেও তিনি থাকছেন। প্রত্যেক খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বরের নিচে পেলের নাম লেখা থাকবে। রদ্রিগোর জার্সিতে ১০ নম্বর ও পেলের নাম লেখা একটা ছবি সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এ ব্যাপারে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজ বলেছেন, ‘ সর্বকালের সেরা ফুটবলার পেলে এবং সিবিএফ তাঁকে সব সময়ই স্মরণ করবে। এটা তাঁর প্রাপ্য। আমার সময়ে পেলেকে সব সময়ই স্মরণ করা হবে।’ 

শুধু জার্সিতেই না, মরক্কো-ব্রাজিল ম্যাচের আগে পেলের স্মরণে এক মিনিট সম্মান দেখাবে দুই দল। মাঠের চারপাশে বিজ্ঞাপনের হোর্ডিং বোর্ডেও পেলের ছবি দেখা যাবে। 

ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছিলেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন কিংবদন্তি এই ফুটবলার।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    আর্জেন্টিনার মার্তিনেজকে নিয়ে চেলসি-রিয়ালের ‘টানাটানি’

    আন্ডারডগ মুচোভার বৈচিত্র্যকে ভয় সিয়াতেকের 

    ‘ইনভিন্সিবল আর্সেনালের মতোই ম্যানসিটি’

    ‘মিয়ামিতে ইতিহাস গড়তে যাচ্ছে মেসি’

    ‘ভারতীয় ক্রিকেট বোর্ড বল টেম্পারিং খেয়াল করলই না’ 

    ভেন্যু বদলাচ্ছে না ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের

    স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীরা এক হয়ে দুঃস্বপ্ন দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনায় বসতে চায় জামায়াত

    টুইটারের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম আনছেন জাকারবার্গ

    ফরিদপুরে কোটি টাকার সোনাসহ গ্রেপ্তার ২

    শরীয়তপুরে রিকশা চালককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা, আটক ৩

    বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত