রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

সংসার ভাঙছে রিজ উইদারস্পুনের

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৭:৩৩

অভিনেত্রী রিজ উইদারস্পুন এবং অভিনেতা-প্রযোজক টিম টোথ। ছবি: টুইটার সংসার জীবনের বারো বছর কাটানোর পর বিচ্ছেদে সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেত্রী রিজ উইদারস্পুন এবং অভিনেতা-প্রযোজক টিম টোথ। উইদারস্পুনের ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। 

গতকাল শুক্রবার যৌথ বিবৃতিতে এই খবরটি জানিয়েছেন উইদারস্পুন ও টোথ। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কিছু ব্যক্তিগত খবর জানানোর আছে। আমরা বিবাহ বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’ 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা একসঙ্গে যা কিছু তৈরি করেছি, তার প্রতি গভীর ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা নিয়ে এগিয়ে যাব।’ 

এই দম্পতি তাদের ১০ বছর বয়সী ছেলে টেনেসি জেমসের কথা উল্লেখ করে বলেছেন, তাকে জানিয়েই জীবনের পরবর্তী অধ্যায়ে যাচ্ছেন তাঁরা বলেন ‘আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হল আমাদের ছেলে। 

বিবৃতিতে দুই তারকা আরও বলেন, ‘এই বিষয়গুলো কখনই সহজ নয়, একান্ত ব্যক্তিগত। এই সময়ে আমাদের পরিবারের প্রতি সবার সহনশীলতার প্রশংসা করি।’ 

অভিনেত্রী রিজ উইদারস্পুন। ছবি: টুইটার উইদারস্পুন প্রথমে বিয়ে করেছিলেন তার অভিনীত ক্রুয়েল ইনটেনশন চলচ্চিত্রের সহ-অভিনেতা রায়ান ফিলিপকে। তাদের বিয়ে হয় ১৯৯৯ সালে, আভা ও ডেকন নামে এই দম্পতির দুটি সন্তান আছে। এই দম্পতি ২০০৬ সালের শেষে তাঁরা আলাদাভাবে বসবাস করতে থাকেন। ২০০৭-এর অক্টোবরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর কয়েক বছর লুকিয়ে প্রেম করে ২০১০ সালের ডিসেম্বরে উইদারস্পুন অভিনেতা–প্রযোজক টিম টোথের সঙ্গে বাগদানের ঘোষণা দেন এবং ২০১১ সালের মার্চে দ্বিতীয়বার বিয়ে করেন। 

তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে রিজ উইদারস্পুনের ঝুলিতে রয়েছে অস্কার, গ্লোন্ডেন গ্লোব, বাফ, এমির মত অজস্র পুরস্কার। গত ১০ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রিজের নতুন সিনেমা ‘ইয়োর প্লেস অর মাইন’।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    একক অ্যালবাম আনছেন জাংকুক

    ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে যা বললেন চিরঞ্জীবী

    অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে ব্র‍্যাড পিটের আবারও মামলা দায়ের

    ‘সন্তান’ হারালেন যশ-নুসরাত

    প্রধান অভিনেতাদের সঙ্গে খেতে চাওয়ার আবদার, ঘাড় ধাক্কা খেয়েছিলেন নওয়াজ

    এবার ভারতীয় বংশোদ্ভূত মডেলের প্রেমে মজেছেন ডিক্যাপ্রিও

    মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    নির্বাচনকালীন সরকারের ব্যাপারে অস্পষ্টতা নেই: আইনমন্ত্রী

    উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার 

    পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে সোমবার