সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

বিএনপি নেতাদের আটক আইন মেনেই: আইজিপি  

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৬:৪০

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাইল ছবি বনানী থেকে বিএনপি নেতা–কর্মীদের আটকের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ওয়ারেন্ট ছাড়া কি কাউকে গ্রেপ্তার করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। বাংলাদেশে আইন মেনেই সব করছে পুলিশ।’

আজ শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তাঁকে সাংবাদিকেরা বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পারিবারিক অনুষ্ঠানে একত্রিত হওয়া কিছু নেতা-কর্মীকে ওয়ারেন্টে ছাড়াই আটক করেছে পুলিশ। এটা কতটা আইনসিদ্ধ? জবাবে আইজিপি এসব কথা বলেন। 

এর আগে সম্প্রতি বনানী ক্লাব থেকে বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মীকে আটক করে পুলিশ। এরপর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডও চাওয়া হয়।

কী অপরাধে এই নেতা-কর্মীদের সেদিন ধরা হয়েছিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আপনি এফআইআর দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের মামলা হয়েছে। এরপরও এটার বিষয়ে তদন্ত হবে। তদন্তের পরে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’ 

এ সময় দুবাইয়ে পলাতক পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খান ওরফে রবিউল প্রসঙ্গ নিয়েও কথা বলেন পুলিশ মহাপরিদর্শক। আরাভের গ্রেপ্তার গুঞ্জন নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে এ ধরনের তথ্য এখনো নেই। এ ধরনের খবরও পাইনি। রেড নোটিশ ইস্যু হয়েছে এ পর্যন্ত তথ্য আমাদের কাছে আছে। আমাদের সঙ্গে যোগাযোগ আছে। আর আমরা তথ্য দিয়েছি বলেই তো ইন্টারপোল থেকে রেড নোটিশ জারি হয়েছে। আমরা আমাদের যোগাযোগ অব্যাহত রেখেছি।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মামলায় হার ঠেকাতে সচিবদের ১২ দফা নির্দেশনা

    এ দেশেই থাকতে হবে, লুট করে আমেরিকা নিয়ে যাবেন সব রেখে দেবে: হাইকোর্ট

    ডলার সংকটে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি: নসরুল হামিদ

    পুলিশকে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

    যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ চার দেশের রাষ্ট্রদূত শর্তসাপেক্ষে প্রটোকল পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

    কোনো ‘দলের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়’, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

    বাংলাদেশে আসা নিয়ে মার্তিনেজ বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি’

    ইউনিলিভার ও বুয়েটের মধ্যে গবেষণায় অংশীদারত্ব নিয়ে চুক্তি সই

    রাজ ধনেশ পাচারের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

    বেলকুচিতে মোটরের সঙ্গে শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

    আমাদের জীবন দিয়ে হলেও ভোটচোরকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব: মির্জা ফখরুল

    সৈয়দপুরে জিএম কাদেরের গাড়িবহর আটকে দিলেন জাপার নেতা-কর্মীরা