শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

ইসির ‘অর্থহীন’ সংলাপে যাচ্ছে না বিএনপি

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০৯:০৫

ইসির ‘অর্থহীন’ সংলাপে যাচ্ছে না বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সমমনা জোট ও দলগুলোকে নিয়ে আন্দোলন করছে বিএনপি। এই দাবির বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ অবস্থায় নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের বিষয়ে কোনো আগ্রহ নেই তাদের, যে কারণে আমন্ত্রণ পেয়েও ইসির সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপের আমন্ত্রণ জানিয়ে গত বৃহস্পতিবার বিকেলে বিএনপি মহাসচিব বরাবর চিঠি দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই সংলাপে বিএনপির সমমনা দলগুলোও অংশ নিতে পারবে বলে চিঠিতে জানানো হয়। বিএনপির দপ্তরে আসা ওই চিঠি সেদিনই মহাসচিবের কাছে পাঠানো হয়।

নির্বাচনকালীন সরকার বিষয়ে ফয়সালা হওয়ার আগে ইসির এই সংলাপকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করে মির্জা ফখরুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা মনে করি, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। আমাদের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এ বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত ইসির সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করা অর্থহীন, যে কারণে ইসির সঙ্গে এ বিষয়ে কোনো সংলাপে আমরা যাব না।’ 

এর আগে গত বছরের ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে। ওই সংলাপের আমন্ত্রণও প্রত্যাখ্যান করে বিএনপি। গত ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপের দিনক্ষণ থাকলেও তা বর্জন করে দলটি। যদিও সেই সংলাপে বিএনপির সমমনা বেশ কয়েকটি দল অংশ নেয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     
    ভোটের মাঠে

    জামালপুর-৩: তিন দলে নিরুত্তাপের আভাস

    ৫২ কোটি খরচ হলেও সংকেত নেই বাতির

    সচিবালয়ে এক ভবনেই ২৪০০ টন এসি

    সিটি নির্বাচনে বিএনপির হার্ডলাইন কিসের ইঙ্গিত

    ব্যাগেজ বিধিমালা: সোনার বার এনে মাশুল হাজারো প্রবাসীর

    বাজেটে মানব মর্যাদার বিষয়টি উপেক্ষিত

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী