বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

লালমোহনে এসএসসি পরীক্ষার্থী ও গৃহবধূর লাশ উদ্ধার 

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২১:৫৫

লালমোহন থানা। ছবি: সংগৃহীত ভোলার লালমোহনে মিথিলা মজুমদার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে লালমোহন পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দীপক মজুমদারের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

ওই কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মিথিলাকে ঘরে রেখে পাশের মন্দিরের কীর্তনে যান বাবা-মা। এর কিছু সময় ফিরে তাঁরা দেখেন মিথিলার রুমের দরজা বন্ধ। এরপর তাঁদের অনেক ডাকাডাকির পরেও মেয়ে দরজা না খোলায়, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাবা। তিনি গিয়ে মিথিলাকে রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে, সেখান থেকে নামিয়ে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক মিথিলাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নে ওষুধ ভেবে কীটনাশক পান করেন মোসা. আয়েশা বেগম (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূ। ঘটনার পর ওই গৃহবধূকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। তবে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান গৃহবধূ আয়েশা বেগম। তিনি ওই ইউনিয়নের পাঙাশিয়া গ্রামের মো. শাহে আলমের স্ত্রী। 

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছিল। তবে অভিযোগ না থাকায় মরহেদগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

    কর্মচারীদের চলমান ধর্মঘটে তালা ভেঙে ভবনে ঢুকলেন জাবি উপাচার্য

    দুর্গাপুরে লরি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

    আমতলীতে মাদ্রাসার ১০ ছাত্রীকে মলমূত্র খাওয়ানোর ঘটনায় তদন্ত কমিটি 

    বাগেরহাটে গাঁজাসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

    হরিরামপুরে প্রতিপক্ষের হামলায় এমপির অনুসারী চারজন আহত

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

    কর্মচারীদের চলমান ধর্মঘটে তালা ভেঙে ভবনে ঢুকলেন জাবি উপাচার্য

    জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন, প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ১৩৬

    দুর্গাপুরে লরি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

    লোডশেডিং এবং বিদ্যুৎ খাতের দুর্নীতির প্রতিবাদে বিএনপির কর্মসূচি