বরিশাল সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় ভোটার বেড়েছে প্রায় ৩৩ হাজার। আজ শুক্রবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বরিশাল সিটি করপোরেশনে ভোটার ছিল ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। তবে তালিকা হালনাগাদের পর ভোটার বেড়েছে ৩২ হাজার ৮২৯ জন। এ ছাড়া আরও কিছু বাড়তে পারে।
মো. আলাউদ্দিন আরও বলেন, ‘আসন্ন সিটি নির্বাচনে বরিশাল নগরে মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। নতুন করে ভোটার বেড়েছে ৩২ হাজার ৮২৯ জন। নগরীতে এখন মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে