মুক্তিযুদ্ধ জাদুঘর এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মধ্যে রিসার্চ অ্যান্ড কোলাবরেশন চুক্তি সই হয়েছে। গত মঙ্গলবার ইউআইইউ ক্যাম্পাসে চুক্তি সইয়ের অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মিসেস সারা যাকের। সভাপতিত্ব করেন ইউআইইউয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া।
ইউআইইউয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক ও সাবেক উপাচার্য এম. রিজওয়ান খান, রেজিস্ট্রার মো. জুলফিকার রহমান এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের গবেষণা ও গ্রন্থাগারের প্রধান রেজিনা বেগম।
সমঝোতা চুক্তি অনুযায়ী ইউআইইউ এবং মুক্তিযুদ্ধ জাদুঘর যৌথভাবে গবেষণা সহযোগিতার মাধ্যমে গবেষণা উন্নয়নে কাজ করাসহ বিভিন্ন গবেষণায় যৌথভাবে গবেষণা অনুদান দিবে। এই চুক্তি একাডেমি ও ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে