সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৪ 

আপডেট : ২১ মার্চ ২০২৩, ২৩:২৮

ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হওয়া চারজন। ছবি: আজকের পত্রিকা টাঙ্গাইলের নাগরপুর ও মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুপুরে টাঙ্গাইল র‍্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি–৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচা মারা গ্রামের শেখ মো. সোনা মিয়া (৩৩), একই উপজেলার বাচামারা গ্রামের মো. ঠান্ডু মিয়া (২৫), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হরিপুর গ্রামের মো. মোশারফ হোসেন (৩৫) ও বাসাইল উপজেলার কাশিল গ্রামের মো. আকাশ মিয়া (৩৪)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, এই ডাকাত দলের সদস্যরা নিজেদের ‘ডিবি’ পরিচয় দিয়ে ডাকাতি করতেন। তাঁরা গতকাল সোমবার অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসের চালককে জিম্মি করে গাড়িতে ওঠে। পরে ওই চালককে রাস্তার মধ্য নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। তখন চালক বিষয়টি র‍্যাবকে অবহিত করেন। র‍্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে মানিকগঞ্জের দৌলতপুর ও টাঙ্গাইলের নাগরপুর থেকে ডাকাতির সঙ্গে জড়িতদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি নকল হাতকড়া, একটি পিস্তল সদৃশ বস্তু, একটি চাকু ও পুলিশের ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন সময় ডাকাতি করার কথা র‍্যাবের কাছে স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইলের নাগরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    জাতিসংঘের আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে গ্রেপ্তার ৫ 

    সরকারি রাস্তার ইট তুলে বাড়িতে নিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

    পরিচয় শনাক্তের জন্য ঢাবির বাংলা বিভাগে শিক্ষার্থীদের কান–মুখ খোলা রাখতে হবে 

    অশ্লীল ভিডিও বানিয়ে প্রতারণার হুমকি, দুই নারীসহ গ্রেপ্তার ৩ 

    ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

    প্রস্রাবে বাধা দেওয়ার জেরে নৈশ প্রহরীকে খুন, গ্রেপ্তার ৪ 

    গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৩ শতাংশ

    জাতিসংঘের আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে গ্রেপ্তার ৫ 

    আপনি আমাদের লোক নন, ব্যারিস্টার আমীর–উল ইসলামকে দুলাল 

    সরকারি রাস্তার ইট তুলে বাড়িতে নিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

    ১০ শিক্ষককে সংবর্ধনা দিতে ২৩ প্রাথমিক বিদ্যালয়ে ছুটি

    বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের হেলপার নিহত