শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

বেসিসে কৃত্রিম বুদ্ধিমত্তা’র ওপর প্রশিক্ষণ সেশন আয়োজিত   

আপডেট : ২১ মার্চ ২০২৩, ২০:১৩

প্রশিক্ষণ সেশনে ছয়টি শীর্ষস্থানীয় আইটি কোম্পানির মোট ১২ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করে। ছবি: সংগৃহীত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং পাম নেদারল্যান্ডসের সিনিয়র বিশেষজ্ঞরা যৌথভাবে বেসিস মিলনায়তনে নয় দিনের এক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে। আইসিটি কোম্পানি গুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পণ্য ও পরিষেবা বিকাশে সহায়তা করার লক্ষ্যে 'কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)'-এর ওপর এই সেশন আয়োজন করা হয়। প্রশিক্ষণ সেশনটি ১৩ মার্চ, ২০২৩ শুরু হয়ে ২১ মার্চ, ২০২৩ শেষ হয়। এতে ছয়টি শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠানের মোট ১২ জন অংশগ্রহণ করে।

প্রশিক্ষণের সময়, অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কীভাবে তাদের নিজস্ব কোম্পানির ব্যবসায়িক কৌশলগুলি তৈরি করতে হয় তা শিখেছে এবং তারা তাদের প্রশিক্ষণ অনুযায়ী একটি ব্যবসায়িক মডেল তৈরি করে।

প্রশিক্ষণের শেষ দিনে বেসিসের সহসভাপতি (প্রশাসন) জনাব আবু দাউদ খান সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। তিনি প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের প্রশিক্ষণ তথ্যপ্রযুক্তি শিল্পকে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পণ্য ও পরিষেবা বিকাশে সহায়তা করবে। এই প্রশিক্ষণ থেকে বেসিস সদস্যরা উপকৃত হবেন হবে তিনি আশা করেন। 

বেসিসের সচিব জনাব হাশিম আহমেদ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং বিআইটিএম এর প্রশিক্ষণ সমন্বয়কারী খালেদা বেগম প্রশিক্ষণ সেশনটি সমন্বয় করেন।

পাম নেদারল্যান্ডস থেকে জনাব মিশেল কুপার্স, জনাব ক্লদ এনদাবারাসা এবং জনাব পল শ্রেউডার নামে তিনজন প্রশিক্ষক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।  

উল্লেখ্য, পাম নেদারল্যান্ডস এবং বেসিস একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যেখানে পাম নেদারল্যান্ডস বিটুবি ম্যাচমেকিং, সিনিয়র প্রশিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বেসিসের সদস্য  কোম্পানি গুলোকে প্রশিক্ষণ এবং কিছু পরিষেবা প্রদান করবে।  

লিডস করপোরেশন লিমিটেড, এমএফ এশিয়া লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেড, আরটিসি হাবস লিমিটেড, সফটওয়্যার শপ লিমিটেড এবং টিএমএসএস আইসিটি লিমিটেড থেকে ১২ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    চীনে যেভাবে গড়ে উঠল আইফোন সিটি

    অ্যান্ড্রয়েডে ডায়নামিক আইল্যান্ড চালুর উপায়

    সেলফোন ফটোগ্রাফি টিপস অ্যান্ড ট্রিকস

    গরমে আরাম দেবে চার্জার ফ্যান

    ক্যাননের স্বয়ংক্রিয় ইনডোর ক্যামেরা

    মৃত কৃত্রিম উপগ্রহগুলো কোথায় হারিয়ে যায়

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী