অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পেতে যাচ্ছে অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জন্য ৩০০ কোটি ডলার ঋণের অনুমোদন দিয়েছে আইএমএফ। এর ফলে অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা দেশটি কিছুটা হলেও আশার আলো দেখতে পেল। তবে শ্রীলঙ্কাকে কিছু শর্ত মেনে চলতে হবে।
আজ মঙ্গলবার আইএমএফের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, আগামী দুই দিনের মধ্যে প্রথম দফায় দেশটিকে ৩৩ কোটি ডলার ঋণ তুলে দেবে আইএমএফ। ঋণের বাকি অংশ দেওয়া হবে ধাপে ধাপে।
আইএমএফ জানিয়েছে, শ্রীলঙ্কাকে কর ব্যবস্থার সংস্কার করতে হবে, গরিবদের জন্য সামাজিক সুরক্ষাবলয় তৈরি করতে হবে ও দুর্নীতিকে কঠোর হাতে দমন করতে হবে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে বলেন, আইএমএফের কাছে শ্রীলঙ্কা কৃতজ্ঞ। কেননা তাঁরা ঋণ দিয়ে শ্রীলঙ্কাকে সংকট কাটাতে সাহায্য করল।
এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, শ্রীলঙ্কাকে এখন আর বিশ্ব দেউলিয়া বলে মনে করে না।
উল্লেখ্য, গত বছর তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কা। জনরোষের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে