রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

ব্যান্ডে নতুন গানের জোয়ার

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৫:০০

‘অর্থহীন’ ব্যান্ডের সুমন নতুন প্রযুক্তির যুগে অডিও ক্যাসেট ও সিডির জায়গা দখল করেছে ইউটিউব। অ্যালবামের পরিবর্তে এখন শিল্পীরা সিঙ্গেল গান প্রকাশ করছেন বেশি। গান এখন শুধু শোনার নয়, দেখার বিষয়ও হয়ে দাঁড়িয়েছে। তাই গানগুলো মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হচ্ছে। গানের নতুন এ ধারায় যেন নিজেদের মানিয়ে নিতে পারছিল না বেশির ভাগ ব্যান্ড। নতুন গানও বের হচ্ছিল না। তবে চেষ্টাটা চলছিল। তাদের চেষ্টার ফল দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। দীর্ঘদিন পর নতুন গান ও অ্যালবাম প্রকাশ করছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডগুলো।

অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১’
ছয় বছর পর নতুন গানের অ্যালবাম নিয়ে এসেছে জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। আটটি গানে সাজানো হয়েছে ‘ফিনিক্স ডায়েরি-১’ অ্যালবামটি। নতুন অ্যালবামের ‘আমার এ গান’ শিরোনামের গানটি প্রকাশ পায় ভিডিও আকারে। সুমনের গল্প ও চিত্রনাট্যে গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক আশফাক বিপুল।

আর্টসেল আর্টসেলের ‘অতৃতীয়’ 
দীর্ঘ ১৭ বছর পর নতুন অ্যালবাম নিয়ে এসেছে ব্যান্ড আর্টসেল। অ্যালবামের নাম ‘অতৃতীয়’। ৬টি গান নিয়ে তৈরি হয়েছে আর্টসেলের তৃতীয় এই অ্যালবাম। এগুলো হলো ‘প্রতীতি’, ‘বাক্স বন্দী’, ‘বিপ্রতীপ’, ‘স্মৃতির আয়না’, ‘অসমাপ্ত সান্ত্বনা’ ও ‘অতৃতীয়’। গানগুলোর কথা, সুর ও সংগীত করেছেন ব্যান্ড সদস্যরা।

অ্যাশেজের ‘অন্তঃসারশূন্য’
নতুন অ্যালবাম নিয়ে এসেছে সময়ের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। ‘অন্তঃসারশূন্য’ শিরোনামের অ্যালবামটি তাদের দ্বিতীয় অ্যালবাম। প্রথম অ্যালবাম প্রকাশ পাওয়ার ৯ বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করল ব্যান্ডটি। ১০ মার্চ একটি কনসার্টের মধ্য দিয়ে প্রকাশ করা হয় নতুন অ্যালবামটি। সেখানে ‘আমার দিকে তাকিয়ে সে’ গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হয়।

অ্যাশেজ ওয়ারফেজের ‘মা’
স্বাধীনতার মাসে নতুন গান এনেছে ওয়ারফেজ। প্রয়াত গীতিকার নয়ীম গহরের কথায় ‘মা’ শিরোনামের গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের সাবেক সদস্য বাবনা করিম। ২২ মার্চ ওয়ারফেজ ও লয় রেকর্ডসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। তবে ১৯ মার্চ স্বাধীন মিউজিক অ্যাপে প্রকাশ পেয়েছে নতুন গানটি।

অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের দ্বিতীয় অ্যালবাম 
এক যুগ পর প্রকাশিত হয়েছে ব্যান্ড দল অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস-এর নতুন অ্যালবাম ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস-২’। নতুন অ্যালবাম বললেও স্থান পেয়েছে অর্ণবের পুরোনো সব গান। গানগুলো হলো ‘আধখানা’, ‘আমায় ধরে রাখো’, ‘চাই না ভাবিস’, ‘হোক কলরব’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘রাস্তায়’, ‘সে যে বসে আছে’ এবং ‘স্বপ্ন’। নতুন মিউজিকে নতুন করে সাজানো হয়েছে গানগুলো।

ওয়ারফেজ চিরকুটের লালে লাল 
বছরের শুরুতেই লালে লাল শিরোনামের নতুন গান নিয়ে এসেছে চিরকুট। গানটির ভিডিওতে ছিলেন চিরকুট ব্যান্ডের সদস্যরা। এ ছাড়া গত বছর চিরকুটের তিনটি গান মুক্তি পায়। গানগুলো হচ্ছে ‘বোকা বোকা’, ‘খালাস’, ‘দেখা হোক দেখা হবে’। 

লালনের পাগলা ঘোড়া
নতুন গান প্রকাশ করেছে লালন ব্যান্ড। ‘পাগলা ঘোড়া’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন পাগল হাসান। এ ছাড়া নতুন অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বেশ কয়েকটি ব্যান্ড। নতুন গান প্রকাশ ছাড়া এ বছর কনসার্টে ব্যস্ত সময় পার করেছে ব্যান্ডগুলো। দুই বছর পর ফিরেছে জয় বাংলা কনসার্ট, নিজেদের ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কনসার্ট আয়োজন করেছে চিরকুট, সংগীতজীবনের ৪৫ বছর উদ্‌যাপন করেছেন মাকসুদুল হক, তিন বছর পর ঢাকার মঞ্চে ফিরেছেন ফুয়াদ আল মুক্তাদির। সব মিলিয়ে দীর্ঘ খরা কাটিয়ে নতুন গান ও কনসার্টে স্বরূপে ফিরছে বাংলা ব্যান্ডগুলো।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    সোলসের ৫০ বছর পূর্তিতে আসবে ৫০ গান

    মঞ্চনাটকে অভিনয়ে আরমীন মুসা

    এবার তামিলে রিমেক হবে কার্তিক-কিয়ারার সিনেমা

    ছোট পর্দার নতুন জুটি

    বিয়ের আসরে ঐশী-সাকিব

    মানুষ যেন শিকড়ে ফিরে যেতে পারে

    ভারতের বিপক্ষে ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজলউড 

    মেয়র তাপসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার অভিযোগ

    ৪ মাসে বয়সে মা হারানো যমুনা বেড়ে উঠছে হাসপাতালে, মানুষ দেখলেই উচ্ছ্বাস 

    সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: সেনাপ্রধান

    বিশ্বসাহিত্য কেন্দ্রে আরও ৩৩৬০০ বই হস্তান্তর বিকাশের

    রাসিক নির্বাচন: ভোটের মাঠে দেখা নেই সব ম্যাজিস্ট্রেটের