বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

নোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১১:০০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আপরশি মারমা। ছবি: সংগৃহীত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদ থেকে আপরশি মারমা (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সোমবার রাত ১১টার দিকে তাঁর ঝুলন্ত মরদেহ দেখে প্রশাসনকে খবর দেন শিক্ষার্থীরা। ছাদের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আপরশি মারমার মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিস্তারিত জানানো যাবে।’ 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন সুমন বলেন, ‘খবর পেয়ে আমরা প্রক্টরিয়াল টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। পুলিশ আসার পর মরদেহ নামানো হয়েছে। রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।’ 

আপরশি মারমা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তিনি ভাষাসৈনিক আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমে থাকতেন। 
 
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আপরশি মার্মা প্রায়ই মালেক উকিল হলে খাবার খেতে যেতেন। সেখানে বন্ধু ও বড় ভাইদের সঙ্গে সময় কাটাতেন তিনি। তবে এমন ঘটনা কীভাবে ঘটল, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি তাঁরা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানে ডাকাতি, পালানোর সময় পিকআপ চাপায় নিহত ১ 

    মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু 

    উন্নয়ন দেখে বিএনপির হাঁসফাঁস শুরু হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

    বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু

    রাজশাহী সিটি নির্বাচন: ‘মীরজাফর’ উল্লেখ করে ১৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

    ‘ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে গেলে এক শ্রেণি দাম বাড়ল বলে জিকির তোলে’ 

    সংলাপের চাপে দুই পক্ষ

    সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট 

    এনআইডির তথ্যভান্ডার ‘ঝুঁকি’তে

    দক্ষিণখানে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

    বিজ্ঞানীদের অবাক করে ছানার জন্ম দিল এক কুমারী কুমির

    ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানে ডাকাতি, পালানোর সময় পিকআপ চাপায় নিহত ১