বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

দিনাজপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

আপডেট : ২০ মার্চ ২০২৩, ২১:৩২

মুখোমুখি সংঘর্ষে বিআরটিসি বাসের সামনের অংশ এবং পিকআপটি দুমড়েমুচড়ে যায়। ছবি: আজকের পত্রিকা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সদর সীমান্তে দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের টেক্সটাইল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন—নশরতপুর ইউনিয়নের দীঘলনালী গ্রামের শামসুল রহমানের ছেলে সোহানুর ইসলাম (২৫), একই এলাকার লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম ইসলাম (২৭) ও সাতনালা ইউনিয়নের জসিমেম্বার পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফয়জার রহমান (৩০)। ফয়জার পিকআপ চালক ছিলেন। 

স্থানীয়রা জানায়, নিহত সোহানুর ইসলাম, মোস্তাকিম ইসলাম ও পিকআপ চালক মো. ফয়জার রহমানসহ তাঁদের দোকানের মালামাল ব্যাটারি নিয়ে পিকআপযোগে রাণীরবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দেন। পরে দিনাজপুর-রংপুর মহাসড়কের টেক্সটাইল বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বিআরটিসির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা নজরুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে দেখি পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। পরে খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    দুর্গাপুরে লরি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

    সিলেটে সড়ক দুর্ঘটনা: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

    মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু 

    নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে পিকআপ, নিহত ২ 

    গণতন্ত্র মঞ্চের সমাবেশে পুলিশের বাধা, হাতাহাতি 

    মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

    কর্মচারীদের চলমান ধর্মঘটে তালা ভেঙে ভবনে ঢুকলেন জাবি উপাচার্য

    জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন, প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ১৩৬

    দুর্গাপুরে লরি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত