Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

মিঠাপুকুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২২:৪৪

প্রতীকী ছবি রংপুরের মিঠাপুকুর থেকে মীশরাত জাহান মিম (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী সাজ্জাদ পারভেজ (২৬)। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেছেন গৃহবধূর বাবা।

আজ রোববার বালুয়ামাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। 

মিম ওই গ্রামের মোহসীন হাফিজ বাহাদুরের একমাত্র মেয়ে। স্বামী সাজ্জাদ পারভেজ ও সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন তিনি।

পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে একই উপজেলার হযরতপুর গ্রামের আব্দুস সালাম মুন্সির ছেলে সাজ্জাদ পারভেজের সঙ্গে মিমের বিয়ে হয়। তাঁদের ঘরে একটি ছেলেসন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে থেকে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাজ্জাদ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাজ্জাদ স্ত্রী মিমের ওপর নির্যাতন শুরু করেন। বিষয়টি জানতে পেরে মেয়ে ও জামাতাকে নিজ বাড়িতে ঘর নির্মাণ করে সেখানেই বসবাসের ব্যবস্থা করে দেন মিমের বাবা। 

আজ গলায় ফাঁস লাগানো অবস্থায় মিমের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

মিমের বাবা মোহসীন হাফিজ বাহাদুর জানান, জামাতা সাজ্জাদ তাঁর মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় সাজ্জাদকে আসামি করে থানায় মামলা করেছেন তিনি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিমের বাবা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    শেরপুর নকল মূর্তি বিক্রি চক্রের দুজন গ্রেপ্তার

    মনিরামপুরে মাটির স্তূপে মিলল বাক্সবন্দী গুলি ম্যাগাজিন 

    চবিতে ডাইনিংয়ের খাবারের দাম এক লাফে বাড়ল ১০ টাকা, শিক্ষার্থীদের ক্ষোভ

    বাউফলে ২ স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ২ 

    পটোলগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    মাদ্রাসার দেয়াল ধসে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

    শেরপুর নকল মূর্তি বিক্রি চক্রের দুজন গ্রেপ্তার

    মনিরামপুরে মাটির স্তূপে মিলল বাক্সবন্দী গুলি ম্যাগাজিন 

    দুর্দান্ত সেঞ্চুরিতে শুরু তামিমের

    চবিতে ডাইনিংয়ের খাবারের দাম এক লাফে বাড়ল ১০ টাকা, শিক্ষার্থীদের ক্ষোভ

    বাক্‌স্বাধীনতা ভোগ করে বিএনপি মনগড়া অপপ্রচার করছে: কাদের

    বাউফলে ২ স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ২