‘ইটের বদলে পাটকেল’ই যেন ভারতের ওপর ছুঁড়ল অস্ট্রেলিয়া। ওয়াংখেড়েতে পাত্তা না পেয়ে বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া আজ দুমড়ে-মুচড়ে দিয়েছে ভারতকে। ১০ উইকেটে ভারতকে হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতা করল অজিরা।
১১৮ রানের লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। এই দুই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ে তালগোল পাকাতে থাকেন ভারতীয় ফিল্ডাররা। ভারতীয় ফিল্ডারদের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে কোনো উইকেট না হারিয়ে ১১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। ১০ উইকেটের এই জয়ের ম্যাচে দুই ওপেনারই ফিফটি পেয়েছেন। ওয়ানডেতে ১৫ তম ফিফটি পেয়েছেন মার্শ। ৩৬ বলে ৬টি করে চার ও ছক্কায় ৬৬ রান করেছেন তিনি। আর ৩০ বলে ১০ চারে ৫১ রান করেন হেড। ওয়ানডের ১৪ তম ফিফটি করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২৬ ওভারে ১১৭ রানে অলআউট হয় ভারত। ঘরের মাঠে রেকর্ড গড়ল ভারতকে চতুর্থ সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা উপহার দিল অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৩১ রান করেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ওয়ানডেতে এক ম্যাচে ৯ বারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্টার্ক।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে