মুম্বাই থেকে বিশাখাপত্তনম-ভেন্যু বদলাতেই বদলে গেল ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের দৃশ্যপট। প্রথম ওয়ানডেতে বড় স্কোর করতে না পারার ‘প্রতিশোধই’ যেন আজ নিল অস্ট্রেলিয়া। বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে এক বিব্রতকর রেকর্ডে ফেলল অস্ট্রেলিয়া।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৯.২ ওভারে ৪৯ রান তুলতেই ৫ উইকেট হারায় ভারত। টানা দুই ওয়ানডেতে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন সূর্যকুমার যাদব। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত ২৬ ওভারে অলআউট হওয়ায় ১১৭ রানে। ঘরের মাঠে চতুর্থ সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল ভারত। ভারতকে দ্রুত অলআউট করার ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের নবম ফাইফার তুলে নিয়েছেন মিচেল স্টার্ক।
ঘরের মাঠে সর্বনিম্ন ৭৮ রানে অলআউট হয়েছিল ভারত। ১৯৮৬ তে কানপুরে ভারতীয়দের এই লজ্জা উপহার দিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় সর্বনিম্ন রেকর্ডটি ১৯৯৩ তে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে ১০০ রানে অলআউট হয়েছিল ভারতীয়রা। তৃতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা উপহার দেয় লঙ্কানরা। ২০১৭ তে ধর্মশালায় ১১২ রানে অলআউট হয়েছিল ভারত।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে