গাজীপুরের টঙ্গীতে কামরুন নাহার (৪১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত কামরুন ব্রাহ্মণবাড়িয়ার ছোটহরণ গ্রামের মৃত হাজী আব্দুল গনি মিয়ার মেয়ে। তিনি টঙ্গীর ভরান এলাকায় স্বামী নাজিমুদ্দিনের সঙ্গে বাস করতেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক। তিনি বলেন, ‘কামরুনের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
ওসি জানান, টঙ্গীর ভরান এলাকার একটি আটতলা ভবনের চিলেকোঠায় স্বামীর সঙ্গে বাস করতেন কামরুন নাহার। গতকাল শনিবার রাতে ওই ভবন থেকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় যুবক তানভীর বলেন, ‘ওই ভবনের মালিক জাহাঙ্গীর হলেন কামরুনের বড় ভাই। জাহাঙ্গীর প্রবাসে থাকায় কামরুন ওই বাড়িটি দেখভাল করতেন। আটতলার চিলেকোঠার বারান্দায় কোনো রেলিং নেই। রাতে মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে যাই।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে