ব্যবহারকারীদের জন্য নিয়মিতই বিভিন্ন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। অনেক সুবিধা শুরুতে অ্যান্ড্রয়েডের জন্য আনলেও শিগগিরই আনছে আইওএস অপারেটিং সিস্টেমের জন্যও। এবার হোয়াটসঅ্যাপেই ছবির মধ্যে থাকা কোনো লেখা শনাক্ত করে কপি করার সুবিধা এনেছে প্ল্যাটফর্মটি। ফলে গুগল লেন্সের মাধ্যমে ইমেজ থেকে টেক্সট নেওয়ার বাড়তি ঝামেলায় যেতে হবে না ব্যবহারকারীকে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে সাধারণত কোনো ছবি থেকে টেক্সট কপি করতে হলে ছবিটিকে ডাউনলোড করে তা গুগল লেন্সে নিতে হয়। তবে এই সমস্যা থেকে মুক্তি মিলছে। হোয়াটসঅ্যাপে ব্যবহার করা হয়েছে ওসিআর (অপটিকাল ক্যারেক্টার রিডিং) প্রযুক্তি। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, স্টেবল আপডেটের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।
এদিকে আইফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস স্ট্যাটাস দেওয়ার সুবিধা আনে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালুর ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে যেকোনো ধরনের অডিও স্ট্যাটাস হিসেবে দিতে পারবেন। গত মাসে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হয়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, এ সুবিধা চালুর ফলে আইফোন ব্যবহারকারীরা এখন থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট রেকর্ড করে তা স্ট্যাটাস হিসেবে পোস্ট করতে পারবেন। স্ট্যাটাসের অপশন থেকেই ভয়েস রেকর্ড করা যাবে। ফলে ভয়েস রেকর্ডের জন্য আলাদা অ্যাপে ব্যবহারের বাড়তি ঝামেলা করতে হবে না ব্যবহারকারীকে। চ্যাটে থাকা ভয়েস নোটও স্ট্যাটাস হিসেবে ব্যবহার করা যাবে। আপাতত সর্বোচ্চ ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভয়েস স্ট্যাটাস দেওয়া যাবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে